ঢাকা, ২০২৪-০৩-২৯ | ১৪ চৈত্র,  ১৪৩০

রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:৩৭, ৯ এপ্রিল ২০২৩  

রাজধানী সুপার মার্কেটও অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা মার্কেটটির অগ্নিনির্বাপণব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশিদ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক লাইনের অপরিকল্পিত সংযোগ ওই মার্কেটের অগ্নিঝুঁকি আরও বাড়িয়েছে। তবে কিছু ব্যবস্থা তারা (মার্কেট কর্তৃপক্ষ) নিয়েছে। এরই মধ্যে দুই লাখ লিটার পানি মজুতের ট্যাংক নির্মাণ করা হয়েছে।

রাজধানী সুপার মার্কেটের মালিক সমিতির দাবি, তারা দায়িত্ব নেওয়ার পর অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে কিছু কাজ এখনো চলমান। নতুন যেসব প্রস্তাব ফায়ার সার্ভিস দিয়েছে, তা-ও দ্রুত কার্যকর করা হবে।

গত মঙ্গলবার বঙ্গবাজারে ভয়াবহ আগুনে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে যায়। এরপর গত বৃহস্পতিবার গাউছিয়া মার্কেট পরিদর্শন করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এ মার্কেটকে অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানান তাঁরা। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাপণের যেসব ব্যবস্থা থাকা দরকার, তার অধিকাংশই নেই এ মার্কেটে।

সর্বশেষ
জনপ্রিয়