ঢাকা, ২০২৪-০৩-২৮ | ১৪ চৈত্র,  ১৪৩০

পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ০১:৩৬, ৩ জানুয়ারি ২০২৩  

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাখি শিকারের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতি গ্রামে পাখি শিকারের সময় আটক করে তাকে এই সাজা দেওয়া হয়।

দণ্ডিত হান্নান হাওলাদার বরিশাল শহরের কাউনিয়া এলাকার জানকি সিংহ রোড এলাকার বাসিন্দা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ দুপুরে বাঁশগাতি গ্রামে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন হান্নান হাওলাদার। তখন স্থানীয়রা তার কাছে পরিচয় জানতে চান। পরিচয় শুনে স্থানীয়দের সন্দেহ হলে আমাকে জানানো হয়।’

ইউএনও নুসরাত ফাতিমা বলেন, ‘ঘটনাস্থলে ওই যুবক পাখি শিকার করার প্রমাণ পাই। অবৈধভাবে পাখি শিকারের দায়ে বন্য প্রাণী সংরক্ষণ আইনে তাকে সাজা দেওয়া হয়। তা ছাড়া শিকার করা ৩৫টি পাখি জব্দ করা হয় তার কাছ থেকে। তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’

সর্বশেষ
জনপ্রিয়