ঢাকা, ২০২৪-০৪-১৯ | ৫ বৈশাখ,  ১৪৩১

মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৮, ১০ জানুয়ারি ২০২৩  

আফ্রিকায় যাওয়ার পথে যাত্রাবিরতির অংশ হিসেবে কয়েক ঘণ্টার সফরে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মঙ্গলবার মধ্যরাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। এই সফরে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিন গ্যাং।

বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মঙ্গলবার মধ্যরাতের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা আছে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে, সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়কালে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন ও মিসর সফরে যাচ্ছেন কিন গ্যাং। ৯-১৬ জানুয়ারি এই ৫ দেশ সফর করবেন তিনি।

সর্বশেষ
জনপ্রিয়