ঢাকা, ২০২৪-০৪-২৬ | ১২ বৈশাখ,  ১৪৩১

আটলান্টিক সিটিতে প্রবাসীদের ‘খৃস্টীয় নববর্ষ ২০২৩’ বরন

প্রকাশিত: ০৯:০২, ৪ জানুয়ারি ২০২৩  

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল আরো একটি বছর । ‘করোনামুক্ত বিশ্ব’ দেখার প্রত্যাশার ঝাঁপি খুলে বিশ্বময় আশা জাগানিয়া যে নতুন সূর্যটি উঠেছে, সেটি নতুন বছরের। বিশ্ববাসী প্রবেশ করল একুশ শতকের তৃতীয় দশকের আরো একটি নতুন বছরে।

বিদায়ী বছরের ব্যর্থতাকে সরিয়ে রেখে নতুন বছরে নতুনভাবে শুরু হলো পথচলা। পুরনো বছরের সংশয়, সংকট, উদ্বেগ কাটিয়ে উঠে নতুন আশায় নতুন করে দিনযাপন শুরু আজ থেকে।
সমগ্র বিশ্ববাসীর মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসীরাও ‘খৃষ্টীয় নববর্ষ -২০২৩’ বরন করেছে।
ক্যাসিনো শহর হিসাবে খ্যাত আটলান্টিক সিটির বিখ্যাত ক্যাসিনোসমূহ নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরন করে।প্রবাসীরা এসব আয়োজনে পরিবার- পরিজন নিয়ে অংশগ্রহন করে।অনেক প্রবাসী নিজেদের গৃহকোণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।সেসব অনুষ্ঠানে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবরা মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে।ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই সবাই ভেঁপু বাজিয়ে, উল্লাসধ্বনি করে নতুন বছরকে সুস্বাগত জানায়।
সময়ের সাথে পাল্লা দিয়ে এক সময় নিভে আসে বর্ষবরনের আনন্দ আলো।প্রবাসীরা নতুন বছরকে আবাহনের আনন্দ রেণু গায়ে মেখে ফিরে যায় নিজ ডেরায়, প্রত্যাশা তাদের নতুন বছর বয়ে আনবে সবার জন্য সুখ ও সমৃদ্ধি ।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়