ঢাকা, ২০২৪-০৩-২৮ | ১৪ চৈত্র,  ১৪৩০

সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০১:২৮, ৩ জানুয়ারি ২০২৩  

কিশোরগঞ্জ শহরে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তার জ্যেষ্ঠপুত্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের আলাদা দুটি ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। 

সোমবার (২ জানুয়ারি) বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।  

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ আফজল, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ অনেকে।  

মানববন্ধনে এ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, ‘একাত্তরের পরাজিত শত্রু, তাদের এ দেশীয় দোসর এবং ভাস্কর্য ও ম্যুরালকে যারা ধর্মবিরোধী আখ্যা দিয়ে বিগত দিনে অনেক অপকর্ম করেছে সেই মৌলবাদী অপশক্তিই  সৈয়দ নজরুল ও সৈয়দ আশরাফের ম্যুরালে কালিমা লেপনের এই ধৃষ্টতা দেখিয়েছে।’ 

তিনি বলেন, ‘এ দেশ যাদের নেতৃত্বে স্বাধীনতা এনেছে সেই মহানায়কদেরও এভাবে মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’

রবিবার (১ জানুয়ারি) রাতে কিংবা সোমবার সকালে কে বা কারা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন ম্যুরাল দুটির মুখমণ্ডলে স্প্রের সাহায্যে কালো কালি ছিটিয়ে দেয়। সকালে লোক চলাচল শুরু হলে বিষয়টি সকলের নজরে আসে। স্থানীয় প্রশাসন বিশেষ প্রক্রিয়ায় লেপন করা কালি অপসারণ করে ম্যুরালে পূর্বের রূপ ফিরিয়ে আনে। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য জোর পুলিশী তৎপরতা শুরু হয়েছে। আশা করি শিগশিগরই দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’ 

এর আগে ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

 

সর্বশেষ
জনপ্রিয়