ঢাকা, ২০২৪-০৪-২০ | ৬ বৈশাখ,  ১৪৩১

ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৪:৪২, ৬ মার্চ ২০২৩  

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৮ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে ‘ডাক’ মারলেও তৃতীয় ম্যাচে করলেন দুর্দান্ত ব্যাটিং। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শান্ত থামলেন ৫৩ রানে।

১৭ রানে ২ ওপেনারকে হারানোর পর তৃতীয় উইকেটে বাংলাদেশকে ৯৮ রান এনে দেয় শান্ত -মুশফিক জুটি। তবে জুটির শেষটা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। মুশির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছেড়েছেন শান্ত। ৭১ বলের ইনিংসে শান্ত হাঁকিয়েছেন ৫টি চার। শান্তর বিদায়ের পর অর্ধশত পূরণ করেছেন মুশফিকও। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৮ ওভার ৩ উইকেট ১৩৩ রান। মুশফিক ৮০ বলে ৬১ ও সাকিব আল হাসান ৮ বলে ৬ রানে ব্যাট করছেন।

এর আগে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন ওপেনার লিটন কুমার দাস। সিরিজে এটি তাঁর দ্বিতীয় ‘ডাক’। স্যাম কারানের বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও। ৬ বলে ১১ রান করে কারানের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ‘লোকাল বয়’ তামিম। উল্লেখ্য যে, প্রথম দুই ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসে আছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ জিততেই হবে টাইগারদের।
 

সর্বশেষ
জনপ্রিয়