ঢাকা, ২০২৪-০৪-২০ | ৬ বৈশাখ,  ১৪৩১

আমান্ডা ফারিয়াজের সম্মানে এ্যাসালের ফান্ডরেইজিং ডিনার

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০১:৩৮, ৮ মার্চ ২০২৩  

নিউইয়র্ক সিটি কাউন্সিল ওম্যান আমান্ডা ফারিজায়ের সম্মানে গত ৫ মার্চ রোববার এক ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে এ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ্যাসাল) এর ব্রঙ্কস চ্যাপ্টার।

এদিন রাতে ব্রঙ্কসের স্টার্লিং এর মামুন’স টিউটোরিয়ালে অনুষ্ঠিত ওই মিট এন্ড গ্রিট ও ফান্ড রেইজিং ডিনারে শতাধিক বাংলাদেশী আমেরিকান যোগ দেন।

এতে প্রধান অতিথি আমান্ডা ফারিয়াজ ছাড়াও বক্তব্য রাখেন এ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিজবাহ উদ্দিন, ব্রঙ্কস চ্যাপ্টারের সাধারন সম্পাদক ইব্রাহিম বারো ভূইয়া, পলিটিক্যাল ডাইরেক্টর এম ডি আলাউদ্দিন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি সামাদ মিয়া, খলিল ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, মোঃ জামাল উদ্দিন চেয়ারম্যান, খবির উদ্দিন ভূইয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ রোকন, কবি মিয়া মোহাম্মদ আসকির, তুষার পিকের এমবি তুষার, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট, ব্যবসায়ী, মূলধারার রাজনীতিবিদ ও সাংবাদিকরা।

এ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের সভাপতি সৈয়দ তাহমিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিট এন্ড গ্রিট ও ডিনার অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে হালাল ফুড সরবরাহ, মুসলিম সিনিয়র সেন্টার নির্মান, স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গান শুটিং বন্ধ করা, হেইট ক্রাইমের মতো নানা জন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

আমান্ডা ফারিয়াজ সব সময় বাংলাদেশী কমুউনিটির ভূয়শী প্রসংশা করেন এবং তাদের পাশে থেকে প্রতিটি যৌক্তিক দাবি পূরনের প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন
সর্বশেষ
জনপ্রিয়