ঢাকা, ২০২৪-০৩-২৯ | ১৪ চৈত্র,  ১৪৩০

প্রবীণ সাংবাদিক মাঈন উদ্দিনের দাফন আগামীকাল

প্রবাস নিউজ, নিউিউয়র্ক :

প্রকাশিত: ০৩:৪৩, ৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৪:০৮, ৩ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কের প্রবীন সাংবাদিক মাঈন উদ্দিন আহমেদকে আগামীকাল ৩ জানুয়ারি মঙ্গলবার দাফন করা হবে। এজন্য কাল সকালে নিউজার্সির মুসলিম কবরস্থান মালবরো মুসরিম সেমেটারিতে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে মরহুমের নামাজে জানাযা আজ ২ জানুয়ারি সোমবার নিউইয়র্ক সময় এশার নামাজের পর ওজন পার্কের বাইতুল মা'মুর মসজিদ ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। 
(1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.
Between Euclid Ave & Pine St.)
আত্মীয়, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের জানাজায় ও দাফন কাজে শরীক হবার অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবার।
বাংলাদেশের জাতীয় প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম এই সদস্য ১ জানুয়ারী রোববার রাত ১১টা ২৯ মিনিটে জ্যামাইকা মেডিক্যাল সেন্টারে তার মৃত্যু বরণ করেন।  
গত সপ্তাহে ওজনপার্কের বাসায় অসুস্থ্ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনী সমস্যা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। 
সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ-এর পুত্র রিয়াজ আহমেদ ইতিপূর্বে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছিলেন, আব্বা গত ২৭ মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে জামাইকা মেডিক্যাল সেন্টারের (হাসপাতাল) জরুরী বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে প্রাথমিক চেকআপে তার কিডনীতে টিউমার ধরা পরে, ডাক্তাররা ক্যান্সারের সম্ভাব্যতা যাচাই করছিলেন। সার্জারির পরিকল্পনা করা হচ্ছিলো। সার্জারির পর বায়োপসির মাধ্যমে ক্যান্সার বিষয়ক সন্দেহ দূর হবে এবং সে অনুযায়ী চিকিৎসার দিক নির্ধারণ করা হবে বলে চিকিৎসকগণ জানিয়েছিলেন। তিনি জানান, প্রয়োজনে অব্বাকে মানহাটানস্থ মাউন্ট সিনাই হাসপাতালে স্থানান্তর করার চিন্তাভাবনা হচ্ছিলো।  
এদিকে সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ-এর আকস্মিক মৃত্যুল খবরে কমুেউনিটিতে শোকের ছায়া নেমে আসে। 
বহু ব্যক্তি ও সংগঠন তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছেন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মনেয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারন সম্পাদক মনজুরুল হক এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে কমুউনিটি একজন নির্ভিক সাংবাদিক শুধু নয়, একজন অভিভাবক হারালো।
এদিকে মরহুম মাইন উদ্দিনের মৃত্যুকে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ।
সূত্র : ইউএনএ

সর্বশেষ
জনপ্রিয়