ঢাকা, ২০২৪-০৫-০৪ | ২১ বৈশাখ,  ১৪৩১

৪০ ফিলিস্তিনি নারীকে সুখবর দিলো বাংলাদেশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৫:১২, ৪ মে ২০২৪  

যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের ৪০ মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দিচ্ছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া তাদের আবাসিক সুবিধাসহ নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হবে। 

বৃহস্পতিবার (২ মে) বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় তার অনুরোধের পরিপ্রেক্ষিতে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। পরে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

এছাড়া সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ফিলিস্তিনের আগ্রহী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেয়ার বিষয়ে অনুরোধ জানান।

এদিকে গাজার অধিবাসীদের ওপর ইসরাইলি সেনাদের বর্বর হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য। বাংলাদেশিরা ফিলিস্তিনের জনগণের প্রতি সবসময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়