ঢাকা, ২০২৪-১১-২৩ | ৮ অগ্রাহায়ণ,  ১৪৩১

বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৩৮, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ০১:৩৯, ১৬ জুলাই ২০২৪

মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে এটি পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে সিনেমাটি মুক্তি পাবে বাংলাদেশেও। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। শনিবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষে তাদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে পদাতিক। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য এরই মধ্যে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।’এর আগে মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ মাল্টিমিডিয়া। হুগলির ডনখ্যাত হুব্বা শ্যামলকে কেন্দ্র সিনেমাটি পরিচালনা করেন ব্রাত্য বসু

পদাতিক’ সিনেমার পোস্টারপদাতিক’ সিনেমার পোস্টার

পদাতিক প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। নির্মাতার কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

এদিকে শনিবার (১৩ জুলাই) পদাতিক’র নতুন পোস্টার প্রকাশ করে প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, পদাতিক মুক্তির ঠিক এক মাস আগে আজ প্রকাশ পাবে সিনেমাটির দ্বিতীয় গান। এতে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ি। এর আগে প্রকাশ পেয়েছিল সনু নিগম ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’।

সর্বশেষ
জনপ্রিয়