ঢাকা, ২০২৪-১২-০৩ | ১৯ অগ্রাহায়ণ,  ১৪৩১

ব্রঙ্কস বরোর বিএনপির  নতুন দুটি কমিটি ঘোষনা

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ২০:০১, ১৮ মে ২০২৩  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউইয়র্ক মহানগরস্থ ব্রঙ্কস বরোর দুটি কমিটি গঠিত হয়েছে ।গত ১৬ই মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ একটি রেষ্টুরেন্ট নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক কমিটির এক সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের ব্রঙ্কস ব্যুরো শাখাকে দুটি সাংগঠনিক কমিটি ঘোষনা করে। বিএনপি নেতা লিয়াকত আলীকে আহবায়ক ও কৃষিবিদ্ মোহাম্মদ সুলেমানকে সদস্য সচিব ব্রঙ্কস ইষ্ট বিএনপি কমিটি এবং বিএনপি নেতা আনোয়ারুল আলম ভূইয়াকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান দুলালকে সদস্য সচিব করে ব্রঙ্কস ওয়েষ্ট বিএনপি কমিটি অনুমোদন করা হয় । 
কমিটির অন্যন্য নেতৃবৃন্দ হচ্ছেন বঙ্কস ইষ্ট বিএনপি আহবায়ক লিয়াকত আলী (সিলেট)) যুগ্ম আহবায়ক মমতাজ আহমদ উদ্দিন (কুমিল্লা) রেজাউল করিম রেজা (খুলনা) শামীম মিয়া (মৌলভীবাজার) আজিজুল বারী তিতাস (বি বাড়িয়া) মোক্তাদির হোসেন (মৌলভী বাজার)মখলিছুর রহমান সুজন (নেত্রকোনা) সুলেমান সরকার জীবন (দিনাজপুর) ইউছুফ হাওলাদার (বরিশাল) আলী আশরাফ ভূইয়া ( কুমিল্লা )মফিজ উদ্দিন মাসুম (লক্ষিপুর) সৈয়দ  আবুল কাসেম ( মৌলভীবাজার ) আজাদুর রহমান ( সিলেট) ওলি আহমেদ চৌধুরী (সিলেট)আকবর হোসেন (কুমিল্লা)সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান (চাঁদপুর ) যুগ্ম সদস্য সচিব মাসুদ পারভেজ মুক্তা (শেরপুর) সদস্য মঈন উদ্দিন নটু (নোয়াখালী)মো মোশার্রফ হোসেন (মানিকগন্জ) মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (নোয়াখালী )আনোয়ারুল ইসলাম (বি বাড়িয়া) মোঃ দেলওয়ার হোসেন (সিলেট) সৈয়দ আব্দুল বাসিত( সিলেট) মোয়াজ্জেন হোসেন ( পাবনা) এস আর রোজি হোসেইন (বাগেরঘাট) আদনান আহমদ ( সিলেট) আব্দুল ওয়াহেদ তামজিদ ( মৌলভীবাজার )শাহজাহান টিপু (সিলেট) চৌধুরী মুমিত তানিম (মৌলভীবাজার)মোহাম্মদ বাদল (ফরিদপুর) পারপেজ আহমদ (মৌলভীবাজার) মোহাম্মদ আখন্দ (বগুড়া) ইমন হোসেন (যশোর) মনিরুল ইসলাম আলমগীর ( সিলেট) এনায়েত খান (সুনামগঞ্জ) 
বঙ্কস ওয়েষ্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে 
আহবায়ক আনোয়ারুল আলম ভূইয়া. যুগ্ম আহবায়ক আখতারুজ্জাম হেপি(টাংগাইল) 
সুলতান মাহমুদ সিদ্দিকি ( নওগা) বদরুল হোসেন জাকির ( মৌলভীবাজার ) শামসুদ্দীন বিল্লাল (শেরপুর) হাফিজ উদ্দিন (মায়মনসিংহ) আবুল কালাম আজাদ ( মৌলভীবাজার ) শেখ আত্তার হোসেন নানু ( হবিগন্জ ) মোঃ ফুল মিয়া ( কুমিল্লা) কবির হোসেন ফারুক ( সিলেট) নাসির উদ্দিন নাসিম( বরিশাল) দিলদার হোসেন (মৌলভীবাজার ) মোজাম্মেল হক তোতা (ময়মনসিংহ) টিটু চৌধুরী (সিলেট) শরিফ হোসেন নিরব (নোয়াখালী) সদস্য সচিব এম রহমান দুলাল ( হবিগন্জ) যুগ্ম সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকি ( চাঁদপুর) সদস্য এস এম রউফ (বি বাড়িয়া) মুক্তিযোদ্ধা আবুল মনসুর ( মানিকগন্জ) হারুনুর রসিদ (নেত্রকোনা) কামাল উদ্দিন (নোয়াখালী )আব্দুল মোতাল্লেব  (কুমিল্লা) নাসির উদ্দিন চিনু (বরিশাল) হেলাল উদ্দিন (জামালপুর) মামুনুর রসিদ (ঠাকুরগাও ) হোসনা আক্তার ( নেত্রকোনা) নজরুল ইসলাম চৌধুরী (হবিগঞ্জ) মমতাজ উদ্দীন পুলিশ (টাংগাইল )শামীম মিয়া (বরিশাল) মোহাম্মদ আশিফ ( বরিশাল ) ফখরুল ইসলাম মেম্বার ( সিলেট)খালেদ সাইফুল্লাহ (সিরাজগঞ্জ) মেহেদি হাসান ( শরিয়তপুর) মোঃ সালাহউদ্দিন (কুমিল্লা) মোহাম্মদ হাসান ( সিলেট)।
সংগঠনের আহবায়ক আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও  সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির আহবায়ক কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, 
এ জি এম জাহাঙ্গীর হোসাইন, ইমরান শাহ রন ,আব্দুর রহিম, শরিফুল খালিশদার, সৈয়দ গৌছুল হোসেন, এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, আনোয়ার জাহিদ, মানিক আহমদ 

সর্বশেষ
জনপ্রিয়