মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
প্রবাস নিউজ ডেস্ক :
মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে বাংলাদেশ হাইকমিশন একটি জরুরি নোটিশ জারি করেছে। দেশটিতে চলমান অবৈধদের বৈধকরণ, রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ার আওতায় প্রবাসী বাংলাদেশিরা যাতে দ্রুত এ বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারে- সেই লক্ষ্যে দ্রুত পাসপোর্ট ডেলিভারির নির্দেশনা দিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে- এখন থেকে পোস্ট অফিসের পাশাপাশি দূতাবাস থেকেও বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস প্রদান করা হবে।
বুধবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধুমাত্র তাদের পাসপোর্ট হাতে হাতে ডেলিভারি দেওয়া হবে।
আগামী ১০ ও ১১ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডেলিভারি তথ্য গ্রহণ ও দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৬৬, জালান বেসার, পেকান আমপাং ও সেলাঙ্গরের বাংলাদেশ পাসপোর্ট অফিসে পাসপোর্ট বিতরণ করা হবে।
এছাড়া আগামী ১৭ ও ১৮ জুন দেশটির পেনাং প্রদেশের জর্জ টাউনে দূতাবাসের কনস্যুলেট অফিস থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ চলবে। সেক্ষেত্রে ১৪ জুনের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে এবং আগামী ২৪ ও ২৫ জুন দেশটির জহুরবারু প্রদেশের অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ চলবে। সেক্ষেত্রে ২১ জুনের মধ্যে আবেদনকারীদের আবেদন করতে হবে।
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
- মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি নোটিশ
- ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিতে সংসদে বিল উত্থাপন
- ইতালিতে ওয়ার্ক ভিসার আবেদন শুরু ২৭ মার্চ
- ফাইনালে লায়ন টিম ৩-২ গোলে জয়ী
টেনেসিতে বাটলেট বিডি ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত