ঢাকা, ২০২৪-১১-২১ | ৭ অগ্রাহায়ণ,  ১৪৩১

মেলায় নতুন বই

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ১২:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩  

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার মেলায় নতুন বই এসেছে ২১টি। এর মধ্যে গল্প দুটি, উপন্যাস একটি, প্রবন্ধ তিনটি, কবিতা দুটি, গবেষণা তিনটি, জীবনী দুটি, নাটক একটি, বিজ্ঞান চারটি, অনুবাদ একটি এবং অন্যান্য একটি।

এর মধ্যে বাংলা একাডেমী এনেছে মুহম্মদ নুরুল হুদার সম্পাদনায় ‘আমার দেখা নয়াচীন এর পাঠ বিশ্লেষণ’, ‘অসমাপ্ত আত্মজীবনী’র পাঠ বিশ্লেষণ’, ‘কারাগারে রোজনামচা এর পাঠ বিশ্লেষণ’। মৃদুল প্রকাশন এনেছে মাহবুব আলমের ‘ইউক্রেন যুদ্ধ আমেরিকা ও মুসলিম বিশ্ব’, আমিনুল হক আমিনের ‘নাট্য সমগ্র’। আগামী প্রকাশনী এনেছে আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ‘হে সন্তপ্ত সময়’, সৈয়দ মোহাম্মদ শাহেদ সম্পাদিত ‘ভূঁইয়া ইকবাল স্মারক গ্রন্থ’ দেলোয়ার এইচ রাইনের ‘ চিরন্তন শেখ মুজিব’, ড. প্রথম রায়মণ্ডল সম্পাদিত ‘আহমেদ শরীফ স্মারকগ্রন্থ আত্মজার দায়’, মমতাজ লতিফের ‘সমাজ বিজ্ঞানের রূপরেখা’, আরেফিন বাদল সম্পাদিত ‘চাষী মজুরের মাওলানা ভাসানী’। অনুপম প্রকাশনী এনেছে সৌমিত্র চক্রবর্তীর ‘গল্পে গল্পে জীববিজ্ঞান’। পাঠক সমাবেশ এনেছে ড. পিয়্যের-আলাঁ বো’র ‘শাহেনশাহ-এ-কাওয়ালি নুসরাত ফতেহ আলী খান’-এর জীবনী।

ঐতিহ্য এনেছে সৈয়দ শামসুল হকের ‘কবিতার কিমিয়া’, পিয়াস মজিদের ‘ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি’, ভাস্কর চক্রবর্তীর ‘প্রিয় ৫০ প্রেমের কবিতা’ উল্লেখযোগ্য

সর্বশেষ
জনপ্রিয়