ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

নতুন বছরকে স্বাগত জানিয়ে

ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরামের ব্রেকফাষ্ট পার্টি

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৪:৫৩, ৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৪:৫৫, ৩ জানুয়ারি ২০২৪

ব্রঙ্কসে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমুউনিটির নিউইয়ার ব্রেকফাষ্ট পার্টি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ জানুয়ারী সকাল ১১টায় স্হানীয় নিরব রেস্টুরেন্টে সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো: আব্দুস ছালাম এর সভাপতিত্বে এ পার্টি অনুষ্ঠিত হয়। অধ্যাপক সুমিত্র সেন ও সংগঠনটির সাধারন সম্পাদক কাজী রবি-উজ-জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর কন্ঠে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল।
অনুস্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন। মুসলিম হিসাবে প্রতিটি সময়ের হিসাব দিতে তৈরী সর্বসময় প্রতিদিন, নতুন বছরে সকলের জীবন হয়ে উঠুক রংধনুর মতোই রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের মতোই সুগন্ধ ছড়িয়ে পড়ুক। সকলের জিবন সুন্দর হউক, সুস্হ্য থাকুন, শুভ নববর্ষে রইল ‘ভাল কাজের মাধ্যমে বেঁচে থাকার অঙ্গীকার’।

শুরুতে একে একে সকল অতিথীকে পরিচয় করে দেয়া হয়।এরপর উপস্হিতি বীর মুক্তিযোদ্ধা, লেখক, অধ্যাপক সহ অংশগ্রহনকারীরা একে একে তাদের অনুভুতি ব্যক্ত করেন।
অনুস্ঠানে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন-
হাজী আব্দুস শহীদ ( সভাপতি) আমেরিকান বাংলাদেশী ওয়েল ফেয়ার অর্গানাইজেশন ইউ.এস.এ ইনক বলেন, আজ অনেক আনন্দিত, এখানে সকলের সাথে মিলিত হতে পেরেছি, আজ এ আয়োজন সত্যিই প্রসংশনীয় , সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাছি।
বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ (কমান্ডর) সকলের সুস্হ্যতা কামনা করেন বলেন, সকলে যাতে আবার এমন পরিসরে মিলিত পারি এ আশাবাদ ব্যক্ত করেন।মুক্তিযোদ্ধারা বয়ঃজৈস্ঠ্য হয়েছে, তিনি সকলের সুস্হ্য কামনা করেন। সংগঠনের পক্ষ হতে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
ডা: মোক্তার আহম্মেদ (হেলথ এ্যাডভাইজার) সকলকে শুভ নববর্ষ, আমাদের মাঝে অনেক বিশেষ করে শিশুরা শারেরীক ও মানষিক বুদ্ধিপ্রতিবন্ধি নিয়ে জন্ম নিচ্ছে। তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক জিবনে ফিরতে সহায়তা করতে পারি।সকলের সুস্হ্যতা কামনা করেন। সকলকে নববর্ষের শুভেচ্ছা।
কামাল উদ্দিন সভাপতি, ব্রঙ্কস বাংলাদেশী এ্যাসোসিয়েশন( বিবিএ) বলেন, একটি বছর চলে গেল, সকলে একএে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে চলতে পারি, সকলে সকলের জন্য দোয়া করবেন, শুভ নববর্ষ, সকলকে নববর্ষের শুভেচ্ছা।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (সহ-সভাপতি) সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমুউনিটি’ বলেন হুমায়ুন কবির ভাই, জীবন বিশ্বাস আজ অসুস্হ্য, এ সংগঠনটি গঠনে তাদের ভুমিকা অনেক, তাদের সুস্হ্যতা কামনা করি, সকল কে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাছি।
প্রধান উপদেস্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি বল্ন, বয়োজোষ্ঠদের যে একটা সুন্দর রুপ আছে, তা আজকের অনুস্ঠানটি না দেখলে বিশ্বাস করা যেত না, যারা এ সুন্দর আয়োজনে সহায়তা করলেন সকলকে ধন্যবাদ। সকল কে শুভ নববর্ষ।
হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, আজ বছরের প্রথমদিন আপনাদের সাথে মিলিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনারা সূর্য্য সন্তান সারা বছর যাতে আপনাদের সাথে নিয়ে থাকতে পারি, সে প্রত্যাশা, সকলে ভাল থাকবেন, সংগঠনের পক্ষ থেকে শুভ নববর্ষ।
ইন্জি: আব্দুল খালেক, প্রেসিডেন্ট, সারা হোম কেয়ার বলেন, আপনারা বয়ঃজৈস্ঠ্য, আপনাদের ভাল দিকগুলো অনুসরন করতে চাই, যাতে পরবর্তী প্রজন্ম আমাদের অনুসরন করতে পারে। সকলের সুস্হ্যতা কামনা করছি। শুভ নববর্ষ।
আকতারুজ্জামান হ্যাপী, আমরা যারা এখানে আছি, সকলকে নিয়ে একটা পরিবার, আগের যা কিছু ভাল অর্জন আছে তা নিয়ে ২০২৪ সালের পথ চলতে চাই, ঐক্যর বিকল্প নাই, সকলের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রত্যাশা করছি, শুভ নববর্ষ।
উপস্হিত থেকে শুভ নববর্ষ ২০২৪ এর শুভেচ্ছা জানান-বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ( সভাপতি ) ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমুউনিটি’, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর ( কমান্ডর), বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সভাপতি, ধানমন্ডি আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীর মুক্তিযোদ্ধা হামিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন নাছিম।
বিজয় কৃষ্ন সাহা, খবির উদ্দিন ভুঁইয়া, অধ্যাপক ছানা উল্লাহ, রেদওয়ানা রাজ্জাক সেতু-সারা হোম কেয়ার, গণেশ ভৌমিক, ইকবাল আহম্মেদ, সুবেদর (অবঃ) সফিক উল্লাহ, কর্পোরাল ( অবঃ ) আব্দুল মতিন, আব্দুল সোবাহান, রোকন আহমেদ ।
ডা: আব্দুল কাদের, সোহেল খান, নাসির উদ্দিন চিনু ( সাবেক চেয়ারম্যান), শহিদুল্লাহ চৌধুরী, আশিকুল হক,ফারুক হোসেন, শুকুর আলী, নূরুল ইসলাম খান  ফেরদৌস হোসেন আইয়ুব, আব্দুল সত্তার, ইসলাম খন্দকার,  আজম খান, আফজাল, আঃ হালিম, আশ্রাফ ভূঁইয়া, এস.এম.এ. হক সুহেল, মোঃ গোলাম সলমান।
রেজাউল হক রুহেল, সেলিম রেজা, মাইজুর জুয়েল লস্কর, মনোরজান, শামিনারা তালুকদার, রাজ্জাক মোহাম্মদ, শহিদুল ইসলাম, শফিকুর রহমান, পারভীন আক্তার। শহিদুল হক, আমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল করিম মিয়া, আজিজুল হক, লুৎফুর রহমান মেম্বার, এম.ডি আকরাম হোসেন, মকবুল মিয়া।
আগত অতিথীদের মাঝে সংগঠনের লোগো সম্বিলিত পিন, উওোরীয়, ক্যাপ বিতরন ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
দেশাত্ববোধক গান পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা এম.এ নাসির। সঙ্গীত পরিবেশন করেন অধ্যাপক ছানা উল্লাহ ও হীরা লাল দাস।
কবিতা পাঠ করেন কবি আবু তাহের চৌধুরী, ফিরোজ রেজা শরীফ, কবি সুধাংশু কুমার মন্ডল।
এরপর কবি সুধাংশু কুমার মন্ডল তার কবিতা সমগ্র ‘মহৎ দান’ অতিথীদের হাতে তুলে দেন। বিপুল করতালীর মাধ্যমে তাঁকে উৎসাহিত করা হয়।
সভার দোয়া পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মো: আব্দুস ছালাম। বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা, সকলের  সুস্হ্যতা বিশেষ করে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমুউনিটি’ সংগঠনের সিনিয়র সভাপতি জনাব হুমায়ুন কবির সাহেবের সুস্হ্যতা কামনা করে দোয়া করা হয়।
অত:পর সমাপনী বক্তব্য দেন অনুস্ঠানের সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো: আব্দুস ছালাম, তিনি   ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমুউনিটি’সংগঠনের পক্ষ থেকে  সকল অংশগ্রহনকারীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সর্বশেষ
জনপ্রিয়