ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

ব্রঙ্কসে মজুমদার ফাউন্ডেশনের বার্ষিক ডিনারে 8 গুণীজনকে সংম্বর্ধনা

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৮:৩৪, ৯ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:১৪, ৯ অক্টোবর ২০২৪

মজুমদার ফাউন্ডেশনের বার্ষিক ডিনার সোমবার ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজনীতিবিদ, সাংবাদিকসহ ৪ জনকে সংম্বর্ধনা দেয় সেচ্ছাসেবী সংগঠনটি। মঙ্গলবার ব্রঙ্কসের খলিল চায়নিজ এ অনুষ্ঠিত ওই সংম্বর্ধনায় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার বহুসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

মজুমদার ফাউন্ডেশন ও কমুউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদারের সঞ্চালনায় এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ নেতা আমান্ডা ফারিয়াজ, স্টেট সিনেটর নাটালিয়া ফার্নান্দেজ, এটর্নি ব্রুস ফিশার, খলিল ফুডের সত্ত্বাধিকারি মোঃ খলিলুর রহমান, সিপিএ আহাদ আলী, সিপিএ জাকির চৌধুরী, কমুউনিটি বোর্ড ৭ এর সদস্য মঞ্জুর চৌধুরী জগলু, আব্দুল গাফফার চৌধুর, বিএসিসির সাবেক সাধারন সম্পাদক নজরুল হক, বিবিএর সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক এ ইসলাম মামুন, বেশ কয়েকজন কমুউনিটি নেতা।

খলিল ফুড ফাউন্ডেশনের বিশেষ সহযোগিতায় অনুষ্ঠিত ও ডিনারে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি সরুপ বাংলাদেশের সাংবাদিক রফিক উজ জামানসহ বেশ কয়েকজনের হাতে কমুউনিটি বোর্ড ৯ এর প্রক্লেমেশন ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা আগামী ৫ নভেম্বরের নির্বাচনে আমান্ডা ফারিয়াজকে পূননির্বাচিত করা ও ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে ভোট দেয়ার অনুরোধ আহ্বান জানান। সেইসাথে প্রতিটি বাংলাদেশী আমেরিকান ভোটারকে তাদের ভোটাধিকার প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করা হয় ওই সভায়।

 

সর্বশেষ
জনপ্রিয়