ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

হিউম্যান সাপোর্ট করপোরেশনের বিনামূল্যে টিকাদান কর্মসূচী

প্রবাস নিউজ :

প্রকাশিত: ০৫:২১, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ০৫:২১, ২৯ অক্টোবর ২০২৪

হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের ক্রমাগত ১২তম বর্ষের টিকাদান কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে। হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউ এস এ ইনক্ সভাপতি, বিশিষ্ট রিয়েল স্টেট ব্রোকার ব্যবসায়ী মোঃ সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ড: সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আল মামুন প্রিন্সিপাল মামুন টিউটোরিয়াল, মিসেস শাহানারা রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক নম্বর সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মিলিনিয়াম টিভির সি ও জনাব নুর মোহাম্মদ তফাদার, ফরিদপুর জেলা সমিতির সভাপতি শাকিব হাসান হায়দার, বাংলাদেশ আওয়ামী স্বে্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরয়া, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি জাহানারা আলী । অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শামসুদদোহা, উপদেষ্টা এ টি এম সালাউদ্দিন আহমেদ, আবু পাশা সভাপতি পাবনা জেলা সমিতি, তপন কুমার সেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক মাহে আলম জেমস, হিউম্যান সাপোর্ট করপোরেশনের ডাইরেক্টর জুনান নাশিদ সানি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, সদস্য ফৌজিয়া ইয়াসমিন, শামসুন্নাহার আলো, সাবিনা আক্তার, পারভিন আক্তার, সামিহা আলী, রাইসা আলী, আবুল বাশার প্রমুখ। হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের ক্রমাগত ১২তম বর্ষের ১ম টিকাদান কর্মসূচি ফ্রী ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা আজ ২৬ অক্টোবর শনিবার বিকেল ৫:৩০টা থেকে সন্ধ্যা ৮:৩০টা পর্যন্ত চলে। এই কর্মসূচি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারের ২য় তলায় হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের অফিসে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট ম্যারী লিম ও ফার্মাসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান সম্পন্ন করেন। প্রায় শতাধিক প্রবাসী টিকা গ্রহণ করেন। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান উত্তর আমেরিকায়। বিশ্বে প্রায় আশি হাজার মানুষ মারা যায় ফ্লু আক্রান্ত হয়ে। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের এই মহতী উদ্যোগ যদি একটি জীবনও রক্ষা করা যায় সেই লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। তাই নিজে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা নিন ও অন্যকে উৎসাহিত করূন। এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সাংবাদিক, সমাজসেবী, শিল্পী,কবি-সাহিত্যিক ও পেশাজীবী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী। মিডিয়ার সম্মানিত সকল সাংবাদিকবৃন্দদের যারা আমাদের কর্মসূচি প্রচার কার্যক্রমে, নিজ নিজ উদ্যোগে বিগত দিনে ও আগামীতে কমিউনিটির কল্যাণে প্রবাসী বাঙ্গালীদের মাঝে সংবাদ পরিবেশন করেছেন এবং করবেন, তাদের সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি। প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ড: সিদ্দিকুর রহমান বলেন, মানবতার সেবায় মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট কর্পোরেশন গত বারো বছর যাবত টিকাদান কর্মসূচির মতো মহৎ কর্মসূচির ভূয়সি প্রশংসা করেন। নিঃস্বার্থ মানব সেবার এটি এক অনন্য দৃষ্টান্ত। এবছরের কর্মসূচি বরাবরের মতোই আজ আশাতীত সাফল্য জনক ভাবে সুসম্পন্ন হয়। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি মোঃ সোলায়মান আলী।

সর্বশেষ
জনপ্রিয়