ঢাকা, ২০২৫-০১-২৩ | ১০ মাঘ,  ১৪৩১

কুমিল্লা সোসাইটির সাধারন সভা অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৪:৫৭, ৮ জানুয়ারি ২০২৫  

কুমিল্লা সোসাইটি ইউএসএ ইনক এর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই জানুয়ারী রবিবার, হ‍্যালো বাংলাদেশ, এ‍্যস্টোরিয়া, কুইন্স, নিউ ইয়ার্কএ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনিটির সভাটতি মিয়া মোহাম্মদ দাউদ ও সঞ্চালনা ছিলেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান সাধারন সম্পাদক, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান। স্বাগত বক্তব্যে সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, নতুনত্ব প্রত‍‍্যাশা করছি। বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের প্রশংসা করেন। হাফেজ মাওলানা এইচ এম মিজানুর রহমান বিগত দিনের হিসাব পেশ করে, স্বচ্ছতার নিরিখে মন্তব্য জানতে চান।

বিগত দিনের সফলতার হাত ধরে, সংগঠনটি মানবিক কাজ,  শিক্ষা ক্ষেত্রে মেধাবি ছাএ-ছাএীদের সহায়তা,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বন‍্যা পরবর্তি এান বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে ।  গনতন্ত্র কে সন্মান দেখিয়ে, নতুন  কমিটি গঠনে মতামত দিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ সানাউল্লাহ, সাহিন আলম ( মুরাদনগর ), সালমা সুমি, তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল খায়ের আকন্দ, ইন্জিনিয়ার আব্দুল খালেক, এ‍্যাডঃ রেদোয়ানা রাজ্জাক সেতু, আবুল বাশার মিলন, রিপন সরকার ও মিয়া মোহাম্মদ দাউদ প্রমুখ ।

অতিথিদের মধ‍্যে আরো উপস্হিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযুদ্ধা ফারুক হোসাইন, আলহাজ্ব মোহামদ টি মোল্লা।

ইন্জিনিয়ার আব্দুল খালেক নতুন কমিটি ২০২৫-২৬ কে  উদ্দেশ্যে করে বলেন , সংগঠনে কুমিল্লা জেলার সুযোগ‍্য সন্তানদের অন্তর্ভুক্ত করা, স্বেচ্ছাসেবক উদ‍্যোমী সদস‍্য খুঁজে  বের করা, যারা প্রায়াত তাদের জন্য দোয়া প্রার্থনা করে আরো বলেন, নতুন কমিটির কাছে প্রত‍্যাশা কমপক্ষে ৫০ টি কবর স্থান ক্রয়ে লক্ষ্যমাত্রা স্হির করবেন।

সংগঠনটির সভাপতি জনাব মিয়া মোহাম্মদ দাউদ সকলের সহযোগিতা জন‍্য কৃতজ্ঞতা ও ধন‍্যবাদ জানান, ২০২৫-২৬ মেয়াদে সকলের সমম্বয় একটি সুন্দর কমিটির প্রত‍্যাশায় নির্বাচন কমিশন গঠনের লক্ষে নাম প্রস্তাব করতে বলেন। সাংগঠনিক অভিজ্ঞতার আলোকে জনাব আবুল বাশার মিলন কে প্রধান নির্বাচন কমিশন করে তিন সদস‍্যের নির্বাচন কমিশন ঘোষনা করা হয়।

নির্বাচন কমিশন ১) আবুল বাশার মিলন, ২) ইন্জিনিয়ার আব্দুল খালেক , ৩) আবুল খায়ের আকন্দ।

নির্বাচন কমিশন উপস্হিত সদস‍্যদের মধ‍্যে থেকে একে একে নাম প্রস্তাব করতে বলেন। সদস‍্যদের প্রস্তাবের ভিওিতে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক ২০২৫-২৬ জন‍্য জনাব জাকির হোসেন  সভাপতি , সিরাজ উদ্দিন মাস্টার সিনিয়র সহ-সভাপতি, রিপন সরকার সাধারণ সম্পাদক  ও সাহিন আলম কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করে আগামী ০৫ ই ফেব্রুয়ারি মধ‍্যে পুর্নাঙ্গ কমিটির নাম প্রস্তাব করে নির্বাচন কমিশনের নিকট জমা দেয়ার আহবান করেন ।

সাধারন সভায় আরো উপস্হিত ছিলেন মনির হোসেন, মাজারুল ইসলাম, সাহিন আলম, আশরাফুল ইসলাম পাপ্পু, এম এ জিন্নাহ্, কফিল আহমেদ, খোরশেদ আহমেদ, আব্দুল হক, আলী আজম বাবুল, সুমনা আহমেদ, সাখাওয়াত হোসেন সেলিম, আমানুল ইসলাম, কাজী রবিউজজামান।

মিডিয়া পাটনার ইউএসএ নিউজ ওয়ান লাইন ডট কম,  নিউজ ২৪।

 

সর্বশেষ
জনপ্রিয়