ঢাকা, ২০২৫-০১-২৩ | ৯ মাঘ,  ১৪৩১

নাটোর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৩:০৬, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৩:১৭, ২১ জানুয়ারি ২০২৫

নাটোর জেলা সমিতি ইউএসএ ইনকের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব ১৯ জানুয়ারি রোববার রাতে নিউইয়র্কের ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে। খলিল চায়নিজ রেষ্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নাটোর জেলার শতাধিক বাংলাদেশী পরিবারের সদস্যসহ যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট অফিস নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা। এটর্ণী মঈন চৌধুরী, নাট্য পরিচালক ও অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, সিপিএ জাকির চৌধুরী, বিবিএর সভাপতি এ ইসলাম মামুন, কমুউনিটি বোর্ড ৭ এর সদস্য এমডি আলাউদ্দিন, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল খালেক, সাবেক সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ। পরে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পড়ান এটর্নী মঈন চৌধুরী। এরপর পিঠা উৎসব উদ্বোধন করে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা অব্যাহত থাকছে তেমনি এ প্রজন্মের সন্তানরাও জানতে পারছে তাদের পূর্বপুরুষদের ইতিহাস সম্পর্কে। 

এটর্নী মঈন চৌধুরী নতুন নির্বাচিত নেতাদের যথাযথভাবে দায়িত্ব পালন করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আপনারা নাটোরবাসীর কাছে নিন্দিত হবে নাকি নন্দিত হবে তা নির্ভর করবে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং না করার ওপর।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন প্রবাসী নাটোরবাসীরা।

সর্বশেষ
জনপ্রিয়