ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

আইরিন পারভীন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপিত হতে চান

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০১:৩৫, ২৪ জুন ২০২৩  

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আইরিন পারভীন।  নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

এ সময় বিগত ৩৭ বছরে নিজের জীবন-যৌবন, অর্থ দিয়ে তিলে তিলে গড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে বর্গীদের হাতে নস্যাৎ হতে দেবো না বলে হুশিয়ারী উচ্চারণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।
গত ২২ জুন সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সহ সভাপতিদের অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যতম কার্যকরী সদস্য শামসুল আবেদীন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরীন পারভীন ও সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জাহাঙ্গির হোসেন, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম আলমগীর, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুহ্জামান সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা বিএম জাকির হোসেন হিরু, কবি সালেয়া ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইমাম কাজী কায়্যূম। দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব ও অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পবিত্র বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায় এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন মনিকা রায় চৌধুরী।
বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দলাদলি-বিরোধ ভুলে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ান। যাতে নিজেদের কর্মকান্ডে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বক্তারা বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

সর্বশেষ
জনপ্রিয়