বাংলাদেশ সরকারকে ইউরোপীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।
শনিবার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদফতরে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার ধরার জন্য বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকর করার আহ্বানও জানানো হয় সভায়। এর পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখার কথাও বলা হয়।
আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিনসহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।
এ সময় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ড. তোজাম্মেল টনি হকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
- সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন
- যেসব কারণে দেশের বড় অংশজুড়ে মরুভূমির মতো আবহাওয়া
- সরকারের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প ও জাতি
- পূর্বাঞ্চলে দুই রুটে প্রথম বিশেষ ট্রেন