ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

বাংলাদেশ সরকারকে ইউরোপীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫৬, ১৬ জুলাই ২০২৪  

ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)।

 

শনিবার (১৩ জুলাই) ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদফতরে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার ধরার জন্য বাংলাদেশ দূতাবাসগুলোকে কার্যকর করার আহ্বানও জানানো হয় সভায়। এর পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখার কথাও বলা হয়।

 

আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিনসহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।

 

এ সময় একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ড. তোজাম্মেল টনি হকের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সর্বশেষ
জনপ্রিয়