নিরাপত্তা পেলে তৈরি পোশাক কারখানা খুলবে কাল
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারি–বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুললেও রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। তবে কাল বুধবার (৭ আগস্ট) থেকে কারখানা খুলতে চান মালিকরা। সেজন্য তারা নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম জাগো নিউজকে বলেন, ‘আজ (মঙ্গলবার) কারখানা বন্ধ রেখে আমরা পরিস্থিতি দেখছি। তবে কাল থেকে পোশাক কারখানা খোলার চিন্তাভাবনা রয়েছে।
মোহাম্মদ হাতেম বলেন, ‘এখনো অনেক এলাকায় স্থানীয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারছে না। তারা এখনো নিজেদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত। এরমধ্যে আমরা কারখানা খুললে আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারতো। যে কারণে আজকে কারখানা বন্ধ রয়েছে। তবে কাল থেকে খুলতে চাচ্ছি।
বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছে। দলীয় লোক নয়, কিছু সংখ্যক সন্ত্রাসী-টোকাই শ্রেণির লোকজন নানা ভাবে এখন ঘোলা পানিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সে জায়গায় আমাদের উদ্বেগ। নিরাপত্তার এসব বিষয়ে প্রতিশ্রুতি পেলে কারখানা খুলতে চাই কাল।’
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক আশিকুর রহমান তুহিন জাগো নিউজকে বলেন, ‘আজ পরিস্থিতি ভালো। মনে হচ্ছে কাল কারখানা খোলা যাবে। এমন চিন্তাভাবনা আমরাও করছি। সিনিয়র নেতাদের নিয়ে আজ আমরা বসবো।’
আশিকুর রহমান তুহিন বলেন, ‘আমাদের অনেক ক্ষতি হয়েছে এ কয়েকদিনে। কিন্তু রপ্তানিতো বন্ধ রাখা যাবে না। তারপরেও নিরাপত্তার স্বার্থে আজ খুলতে পারিনি। এটাও ক্ষতি।’
অন্যদিকে নতুন সরকার ও ব্যবসা পরিস্থিতি নিয়ে কী ভাবছেন-এমন প্রশ্নে মোহাম্মদ হাতেম বলেন, ‘সরকার যেই আসুক, আমরা (পোশাক খাতের ব্যবসায়ীরা) তাদের ওয়েলকাম করি। আমরা ব্যবসায়ী, সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করাটাই আমাদের ধর্ম। আমরা চাই ব্যবসা করার সুষ্ঠু পরিবেশ। সবাই মিলে দেশের জন্য এ পরিবর্তন এনেছে। সেজন্য কলকারখানা ও দেশের অর্থনীতি সচল রাখাটা জরুরি, তাতে সবার মঙ্গল।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
- সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন
- যেসব কারণে দেশের বড় অংশজুড়ে মরুভূমির মতো আবহাওয়া
- সরকারের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প ও জাতি
- পূর্বাঞ্চলে দুই রুটে প্রথম বিশেষ ট্রেন