ঢাকা, ২০২৪-১১-২৯ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

আমদানিতে ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:১৬, ২০ আগস্ট ২০২৪  

ডলারে চালু হওয়া ‘ক্রলিং পেগ’ অনুযায়ী ১১৭ টাকা মধ্যবর্তী দরের সঙ্গে আড়াই শতাংশ যোগ করে বিক্রি করতে পারবে ব্যাংক। এতে করে আমদানি নিষ্পত্তিতে সর্বোচ্চ দর হবে ১২০ টাকা। 

সোমবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এমডিদের বৈঠকে বিষয়টি পরিষ্কার করা হয়। এছাড়া সব ধরনের বৈদেশিক পরিশোধ যথাসময়ে নিষ্পত্তির নির্দেশ দেন গভর্নর। 

একই সঙ্গে ব্যাংক খাত সংস্কারে ব্যাংকগুলোর কাছ থেকে একটি প্রস্তাব চাওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে দুই ডেপুটি গভর্নরসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংক, বেসরকারি ৫টি ও তিন বিদেশি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন। বৈঠকে গভর্নর ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, সরকারিসহ সব ধরনের এলসি দেনা ও অন্যান্য বৈদেশিক পরিশোধসহ বিভিন্ন নির্দেশনা দেন।

সর্বশেষ
জনপ্রিয়