ঢাকা, ২০২৪-১১-২৮ | ১৩ অগ্রাহায়ণ,  ১৪৩১

জুলাই-সেপ্টেম্বরে রফতানি আয় বেড়েছে ৫ শতাংশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:১৪, ১০ অক্টোবর ২০২৪  

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে ১১৩৭ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.০৪ শতাংশ বেশি।

বুধবার (৯ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে।
এদিকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে পোশাক শিল্পের রফতানি আয় হয়েছে ৯২৮ কোটি ৮০ লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে ৫.৩৪ শতাংশ।
ইপিবির তথ্য অনুসারে, এই বছরের সেপ্টেম্বরে রফতানিকারকরা ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছেন। যা এর আগের বছরের একই মাসের তুলনায় বছরে ৬ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়