ঢাকা, ২০২৪-১১-২৮ | ১৩ অগ্রাহায়ণ,  ১৪৩১

চীনা নেতৃত্বাধীন বাণিজ্য জোটে যোগ দিতে চায় বাংলাদেশ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:১৪, ১৭ অক্টোবর ২০২৪  

আরসিইপিতে যোগ দিতে এটাই বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ।

চীনের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দিতে চায় বাংলাদেশ।

গত সোমবার এই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মতিপত্র পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আরসিইপিতে যোগ দিতে এটাই বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক কোনো উদ্যোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, 'আরসিইপি-তে যোগ দেওয়ার সম্মতি জানিয়ে আমরা একটি চিঠি পাঠিয়েছি।'

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয়  আরসিইপি-তে বাংলাদেশের অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। এটি মূলত একটি আঞ্চলিক বাণিজ্য জোট, যা বৈশ্বিক জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখে।

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে আগামী মাসে জাপানের সঙ্গে ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ও জাপান ইতোমধ্যে ইপিএ স্বাক্ষরের বিষয়ে একটি যৌথ সম্ভাব্যতা সমীক্ষা করেছে।

তবে এ বছরের আগস্টের শুরুতে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে ইপিএ'র জন্য আনুষ্ঠানিক আলোচনায় দেরি হয়েছে।

 

সর্বশেষ
জনপ্রিয়