প্রধান বিচারপতির রোডম্যাপের প্রশংসা করলেন ভলকার তুর্ক
প্রবাস নিউজ ডেস্কঃ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
এসময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সুষ্ঠু আইনি প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় দেশের বিচার বিভাগ দৃঢ়প্রতিজ্ঞ বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৪০ মিনিট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ বৈঠক হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান স্পোকস পার্সন রাভিনা শামদাসানি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগভাম, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেনজা উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুদিনের সফরে আজ সকালে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক। হাইকমিশনার তার মিশন শেষে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
- সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন
- যেসব কারণে দেশের বড় অংশজুড়ে মরুভূমির মতো আবহাওয়া
- সরকারের এক্সিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প ও জাতি
- পূর্বাঞ্চলে দুই রুটে প্রথম বিশেষ ট্রেন