ঢাকা, ২০২৫-০৩-০৬ | ২১ ফাল্গুন,  ১৪৩১

বাংলাদেশে অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে ব্রিফিং বু

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৩০, ৫ মার্চ ২০২৫  

বাংলাদেশে অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন সম্পর্কে সদস্য দেশগুলোকে বুধবার (৫ মার্চ) ব্রিফ করবেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে বাংলাদেশে জাতিসংঘের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ‘৫ মার্চ, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে সংঘটিত বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপন করবেন।’

এই অনুষ্ঠানটি জেনেভা থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।

পোস্টে আরও বলা হয়, ‘বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে প্রাপ্ত ফলাফল এবং সুপারিশগুলো নিয়ে এই দল সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করবে।’ 

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের দফতর (ওএইচসিএইচআর) গত ১২ ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। ছাত্র–জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলো তুলে ধরা হয় জাতিসংঘের সত্যানুসন্ধান দলের ওই প্রতিবেদনে।এদিকে, ২০২৪ সালের জুলাই ও আগস্টে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত খুশি যে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। এটি প্রকাশ করা সহজ কাজ ছিল না, তবে যথাসময়ে এটি তারা প্রকাশ করেছে।’

সর্বশেষ
জনপ্রিয়