দেশের তৈরি পোশাক মালিকদের স্বপ্ন দেখাচ্ছে ট্রাম্পের বাণিজ্য নীতি
প্রবাস নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ পোশাক রপ্তানিতে ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে ঢুকতে হয় বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে।
২০২৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে ৭.২ বিলিয়ন ডলার। এটি একক কোন দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১৯ শতাংশ মার্কিন বাজারে হওয়ায় তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ববাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে।
বিকেএম এর সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। তিনি বলেন, "ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে প্রবেশ করছে বাংলাদেশ। অর্থাৎ ১৬.৫%। যেখানে ইন্ডিয়ার ৬.৫% এবং ভিয়েতনামের ৫.৫। তো বাংলাদেশ সেখানে ১৬.৫% দিয়েই কিন্তু কম্পিট করছে। এখন যখন চায়নাসহ অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প এটা বাংলাদেশের জন্য সুযোগ।"
- `রক্তদানে বিত্ত বৈভব নয় প্রয়োজন সেবার মানসিকতা`
- প্রথমবারের মতো পালিত হচ্ছে টোটাল ফিটনেস ডে
- ১২ পয়েন্ট কাটা পড়লেই বাতিল ড্রাইভিং লাইসেন্স
- তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় শ্রমিক পাঠাতে চায় বাংলাদেশ
- মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক
- সফলতার গল্প পড়ে পাঠকেরা অনুপ্রাণিত হন
- নব্বইয়ের দশকে গ্রামে আমাদের শৈশব কৈশোরের ঈদ
- ভারতে যাওয়া কমেছে বাংলাদেশিদের
- সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরালে কালি লেপনের প্রতিবাদে মানববন্ধন
- যেসব কারণে দেশের বড় অংশজুড়ে মরুভূমির মতো আবহাওয়া