ঢাকা, ২০২৫-০১-২৩ | ৯ মাঘ,  ১৪৩১

‘দরদ’ সিনেমায় রহস্যময় চরিত্রে শাকিব!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:০২, ১৯ জুন ২০২৪  

‘তুফান’ ঝড়ের মাঝেই ঈদের দিন টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছেন মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুন। কেননা সিনেমাটিতে রহস্যময় এক চরিত্রে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার খ্যাত শাকিব খান।

সোনালের সঙ্গে রহস্য ভরা চোখে শাকিব। 

মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দরদ’-এর টিজারে কখনও বোকা, কখনও পাগল, কখনও প্রেমিক আবার কখনও খুনির রূপে ধরা দিয়েছেন শাকিব। বলিউডের সোনাল চৌহানের সঙ্গে প্রথম জুটি গড়ায় সিনেমাটি এরই মধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

১ মিনিট ২৪ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, এক সিরিয়াল খুনিকে খুঁজছে পুলিশ। শেষ পর্যন্ত সে খুনিকে পুলিশ ধরতে পারবে কি না সে প্রশ্ন দর্শকদের কাছে ছুড়ে দেয়া হয়েছে।

‘দরদ’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব ও সোনাল।

রহস্যকে আরও জটিল করেছে টিজারে থাকা শাকিবের একটি ডায়ালগ। টিজারের একেবারে শেষে ‘আমি তাহলে জিতেই গেলাম’ বলে রহস্যময় হাসি হাসেন শাকিব। যা এরইমধ্যে কৌতূহল সৃষ্টি করেছে নেটিজেনদের।

এদিকে সিনেমাটি প্রসঙ্গে আলি আকবর আশা তার ফেসবুক পোস্টে লেখেন, যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন বলেন, থামবে ঝড়, আসবে বৃষ্টি; ‘দরদ’ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি।

‘দরদ’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব ও সোনাল। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

সর্বশেষ
জনপ্রিয়