ঢাকা, ২০২৪-১১-২৯ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

কলকাতার ধর্ষণকাণ্ড, সায়ান গাইলেন, স্বস্তিকা জানালেন ভালোবাসা

প্রবাস নিউজ ডেস্ক:

প্রকাশিত: ০৩:৫০, ১৭ আগস্ট ২০২৪  

কলকাতার চিকিৎসক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে সংহতি জানিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা গানসহ তার ভিডিওটি শেয়ার করে ভালোবাসা জানিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

গানে গানে সায়ান জানিয়েছেন, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিচার চান তিনিও। গত ১৩ আগস্ট পোস্ট করা ভিডিওতে তিনি সেখানকার নারীদের ‘রাত দখল’ কার্যক্রমে একাত্মতা প্রকাশ করেছেন। গানে গানে বলেছেন – ‘এই মেয়ে শোন এই রাত এই ভোর / যতখানি পুরুষের ততখানি তোর, এ শহর গ্রাম নদী এই পথঘাট / এখানে সাঁতার কাট এইখানে হাট, এখানে হাডুডু খেল্ কানামাছি ভোঁ / জীবনে যা কিছু চাস সব কিছু ছোঁ …’

ওই ভিডিওতে সায়ান জানান, কলকাতার মতো এমন সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা বাংলাদেশেও ঘটেছিল। সে রকম এক ঘটনার প্রতিবাদে তিনি এই গানটি বেঁধেছিলেন। সায়ান বলেন, ‘রাতের বেলা কোনো ঘটনা ঘটে গেলে, হত্যা, ধর্ষণ, সেটার জবাবদিহিতা মেয়েদেরকেই করতে হচ্ছে। কেন তারা রাতের বেলা বাইরে থাকবে! সেই জায়গা থেকে প্রতিবাদ ও প্রত্যাশা, পৃথিবীর সকল দেশে, সকল পথঘাট, সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। এবং ধর্ষণকে ধর্ষণ বলা হোক, হত্যাকে হত্যাই বলা হোক, সেখানে আঙুল যেন মেয়েদের দিকে তোলা না হয়।’

আক্ষেপ করে সায়ান বলেন, ‘মেয়েদের যে সংগ্রাম, নারীবাদের যে উদ্দেশ্য, সেখানে এখনও স্বাধীনতা আসেনি। যে দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ঘটনা একই, মেয়েদের দিকেই আঙুল যায়। তার পোশাক কী ছিল, সে বিড়ি-সিগারেট খাচ্ছিল কি না? এত রাতে বাইরে কী করছিল? ব্যাপারটা এ রকম যে, সব মেয়েদেরই দোষ। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ থেকে কলকাতার প্রতিবাদে সংহতি প্রকাশ করছি।’

মেয়েদের উদ্দেশে সায়ান বলেন, ‘পৃথিবী দখল করুন। লড়াইটা আপনাকেই করতে হবে, ডান-বাম-উত্তর-দক্ষিণ যে রাজনীতিই চলুক না কেন। মেয়েদের সংগ্রাম, মেয়েদের জন্য পৃথিবীকে মুক্ত করা স্বাধীন করা মেয়েদেরই কাজ। রাতের পৃথিবী দখল করুণ, আমি আছি আপনাদের সঙ্গে।’

দীর্ঘদিন ধরে গান করছেন ফারজানা ওয়াহিদ সায়ান। জীবনমুখী গানের শিল্পী হিসেবে মানুষের মনোযোগ ও ভালোবাসা কেড়েছেন তিনি। অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে তার গান শক্তি যুগিয়েছে মানুষকে। সম্প্রতি বাংলাদেশের গণ-অভ্যুত্থান সংগঠনে তার প্রতিবাদী গান মানুষকে জাগিয়ে তুলেছিল। এমনকি পথে নেমেও প্রতিবাদ করেছেন এই শিল্পী।

সায়ানের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘ওপার বাংলা থেকে বার্তা এসেছে’, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসা ও ধন্যবাদের ইমোজি। গত ১৩ আগস্ট সায়ানের পোস্ট করা পুরাতন গানটি নতুন করে শোনা হয়েছে সারে চার লাখবারের বেশি।

গত ৯ আগস্ট শুক্রবার সকালে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল থেকে কর্তব্যরত এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও পরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। দুই চোখ থেকে রক্ত ঝরতে দেখা গেছে।

সর্বশেষ
জনপ্রিয়