ঢাকা, ২০২৪-০৯-২১ | ৫ আশ্বিন,  ১৪৩১

মাত্র ৩২ বছর বয়সেই নতুন বিলিয়নেয়ার সেলেনা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪  

বিশ্বসংগীতের হার্টথ্রব সেলেনা গোমেজ আনুষ্ঠানিকভাবে বিলিয়নেয়ার ক্লাবে প্রবেশ করেছেন। টেইলর সুইফট ও রিহানার মতো বিশ্বনন্দিত সংগীত তারকাদের পথ অনুসরণ করে সম্প্রতি তিনিও এ ক্লাবের সদস্য হলেন। একজন অভিনেত্রী, সংগীতশিল্পী ও উদ্যোক্তা হিসেবে, সেই সঙ্গে তাঁর প্রসাধনী কোম্পানির মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেন। এ ছাড়া তিনি রিয়েল এস্টেটে বিনিয়োগ, ব্র্যান্ড সহযোগিতার মাধ্যমেও বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। মাত্র ৩২ বছর বয়সে সেলেনা গোমেজ নিজস্ব উদ্যোগে যুক্তরাষ্ট্রে অন্যতম সর্বকনিষ্ঠ নারী বিলিয়নেয়ারদের একজন হয়ে ওঠেন। 

টিভি সিরিজ ‘বার্নি অ্যান্ড ফ্রেন্ডস’-এ একজন শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে সেলেনা গোমেজ শোবিজ জগতে পরিচিতি লাভ করেন। এরপর তিনি তাঁর ব্যবসায়িক প্রচেষ্টা, টিভি উপস্থিতি এবং ব্র্যান্ড স্পনসরশিপের মাধ্যমে আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

 

 

 

সেলেনা গোমেজের জনপ্রিয় বিউটি লাইন, রেয়ার বিউটি তাঁর বিলিয়নেয়ার স্ট্যাটাসে উত্থানের পেছনে একটি বড় ভূমিকা পালন করেছে। তিনি পুমা, কোচ, লুই ভিটনের মতো কোম্পানির সঙ্গে হাইপ্রোফাইল ব্র্যান্ড চুক্তির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। সেলেনা গোমেজের বৃহৎ সামাজিক মিডিয়া অনুসরণ, বিশেষত ইনস্টাগ্রাম তাঁকে ব্র্যান্ড স্পনসরশিপে শীর্ষ উপার্জনকারী করে তুলেছে। চলতি বছরের এপ্রিল মাসে টেইলর সুইফট এ মাইলফলক স্পর্শ করার কয়েক মাস পরেই সেলেনা গোমেজের বিলিয়নেয়ার স্ট্যাটাস আসে।

পপ ডিভা সেলেনা গোমেজ সম্প্রতি মাতৃত্ব নিয়ে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। ভ্যানিটি ফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি চিকিৎসা-সংক্রান্ত কিছু সমস্যার কারণে দুর্ভাগ্যবশত মাতৃত্ব গ্রহণের অক্ষমতা প্রকাশ করেন। ‘আইসক্রিম’ গায়িকা স্বীকার করেন, তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। একটি দুরারোগ্য অটোইমিউন অবস্থা থেকে তাঁর শরীরের টিস্যুগুলোর অবক্ষয় ঘটে। তাঁকে একটি কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার করাতে হয়েছে। তিনি নিরাপদ গর্ভধারণ করতে সক্ষম হবেন না–এ বিষয়ে নিশ্চিত হয়ে এ পর্যায়ে তিনি সম্ভাব্য পথ হিসেবে সারোগেসি বা দত্তক গ্রহণ উভয়ই অন্বেষণ করছেন। আরেক সংগীততারকা জাস্টিন বিবারের সঙ্গে সেলেনা গোমেজের সম্পর্কের খবর গণমাধ্যমে বহুল প্রচারিত। এই দু’জন গণমাধ্যমে ‘জেলেনা’ নামে পরিচিত। সেলেনা গোমেজ বর্তমানে সংগীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

 

 

 

একটি প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেলেনার সম্পদের ৮০ শতাংশের বেশি বিউটি ব্র্যান্ডে তাঁর অংশীদারিত্ব থেকে প্রাপ্ত। যদিও সংগীত তাঁর কর্মজীবনে একটি বিরাট ভূমিকা পালন করেছে, তবে এটি তাঁর ভাগ্য গড়তে সামান্য ভূমিকা রেখেছে। পেশাদার কৃতিত্বের বাইরেও সেলেনা গোমেজের ইনস্টাগ্রামে ৪২৪ মিলিয়ন ঈর্ষণীয় ফলোয়ার রয়েছে। এ ক্ষেত্রে তাঁকে শুধু বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো পেছনে ফেলেছেন। সেলেনা গোমেজ বর্তমানে রহস্য-কমেডি টিভি সিরিজ ‘অনলি মার্ডার ইন দ্য বিল্ডিং’-এ অভিনয় করছেন। মেবেল মোরা নামে একজন তরুণ শিল্পী, যে খুনের শিকার একজনের বন্ধু ছিল–এ রকম চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। ফরাসি মিউজিক্যাল ক্রাইম কমেডি মুভি ‘এমিলিয়া পেরেজ’-এও দেখা গিয়েছিল তাঁকে। বিনোদন জগতের বাইরে সেলেনা গোমেজ জনকল্যাণমূলক এবং সামাজিক ও পরিবেশসংক্রান্ত কাজেও জড়িত।   

 

সর্বশেষ
জনপ্রিয়