আরিয়ানের প্রথম সিনেমায় নায়ক সিয়াম, ঈদুল আজহায় মুক্তি!
প্রবাস নিউজ ডেস্কঃ
নির্মাতা মিজানুর রহমান আরিয়ানকে বলা হয় ছোটপর্দার প্রেমের গল্প বলার সফল কারিগর। মিস্টার অ্যান্ড মিসেস, অ্যাংগ্রি বার্ড, কথোপকথন, ব্যাচ ২৭, বুকের বাঁ পাশে, বড় ছেলের মতো অজস্র রোমান্টিক নাটক উপহার দিয়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা, এখন তো রীতিমত তার নামেই চলে নাটক! ওটিটিতে নেটওয়ার্কের বাইরে, উনিশ বিশ ও পুনর্মিলনে ওয়েব ফিল্মগুলো তার নির্মাণসামর্থ্যেরই প্রমাণ৷ অনেকদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন, বড়পর্দার জন্য সিনেমার প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান। বিভিন্ন সময় গণমাধ্যমের সাথে সাক্ষাতকারেও এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন এই জনপ্রিয় নির্মাতা। বিশ্বস্ত সূত্র বলছে, এবার সত্যিই সত্যিই সিনেমাহলের জন্য সিনেমা বানাতে যাচ্ছেন আরিয়ান। একেবারে পিউর রোমান্টিক গল্প নিয়েই এ অঙ্গনে অভিষেক ঘটবে তার।
আরিয়ানের প্রথম সিনেমায় নায়ক হিসেবে থাকছেন সিয়াম আহমেদ। রায়হান রাফীর রোমান্টিক সিনেমা ‘পোড়ামন ২’ এর মাধ্যমে অভিষেক হওয়ার পর সিয়াম নানা চরিত্রে নিজেকে সঁপেছেন, এক্সপেরিমেন্ট করেছেন। তবে এবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন! যে রোমান্টিক অবতারের কারণে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সিয়াম, সেই রোমান্টিক হিরোরূপেই ফিরছেন আরিয়ানের হাত ধরে। থ্রিলার, মারকাটারি সিনেমার হিড়িকের ভিড়ে প্রেমের গল্পের জন্য আরিয়ান-সিয়ামের জুটি দুর্দান্ত ফলাফল আনতে পারে, এমনটাই ধারণা অনেকের।
বিষয়টি নিয়ে সিয়াম ও আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই এ বিষয়ে আপাতত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। জানিয়েছেন, এমন কিছু ঘটলে তা আনুষ্ঠানিকভাবেই সবাইকে জানানো হবে। তবে নায়ক ও নির্মাতা কেউই বিষয়টিকে উড়িয়েও দেননি। ধারণা করা হচ্ছে, নায়িকার বিষয়টি চূড়ান্ত হলেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। নায়িকা চরিত্রের কাস্টিং নিয়েও নাকি থাকছে বিশাল চমক!
বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে বেশ বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ঈদুল আজহা। যে উৎসবে শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নতুন একটি প্রজেক্টের ঘোষণা ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। সিনেমাপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই আগাম উত্তাপ ছড়াতে যাচ্ছে আগামী কুরবানীর ঈদ। রাফী-শাকিবের মুখোমুখি হতে চলেছেন যে আরিয়ান-সিয়াম!
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর