বিশ্বজুড়ে প্রশংসিত সিনেমার সমালোচনা করলেন টারান্টিনো
প্রবাস নিউজ ডেস্কঃ
আধুনিক হলিউডে ব্যবসা সফল একটি ফ্র্যাঞ্জাইজি ‘ডিউন’। এর প্রথম পর্বটি ২০২১ সালে মুক্তি পায় এবং বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিনেমাটি সিনেমা হল ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রেই ভালো ব্যবসা করেছে।
সিনেমাটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ১৬৫ মিলিয়ন ডলার। এটি বিশ্বব্যাপী ৪০০ মিলিয়নেরও বেশি আয় করেছে। দর্শক ছবিটির ভিজ্যুয়াল, শক্তিশালী অভিনয় এবং গভীর গল্পের জন্য প্রশংসা করেছে।
এর সাফল্যের ফলে ‘ডিউন: পার্ট টু’ নামে দ্বিতীয় পর্ব নির্মাণের ঘোষণা দেওয়া হয় যা মূল গল্পের পরবর্তী অংশ দেখিয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া এই সিনেমাটিও ভালো ব্যবসা করেছে। মুক্তির প্রথম সপ্তাহেই এটি উল্লেখযোগ্য আয় করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বাজারে। অনেকে ছবিটির প্রশংসা করেছেন।
তবে হলিউডের প্রখ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো ‘ডিউন’ ছবির সমালোচনা করেছন। ডেনিস ভিলনিউভের ‘ডিউন’ সিরিজের সিনেমাগুলো দেখার ইচ্ছা প্রকাশ করেননি তিনি। তার মতে এগুলো মৌলিক কিছু নয়, রিমেক। টারান্টিনো সম্প্রতি দ্য ব্রেট ইস্টন এলিস পডকাস্টে বলেন, তিনি ডেভিড লিঞ্চের আগের ‘ডিউন’ সংস্করণটি দেখেছেন। তাই সেই গল্পটি আবার দেখতে চান না।
তিনি মন্তব্য করেন, ‘আমি স্পাইস ওয়ার্ম বা ‘স্পাইস’-এর মতো বিষয়বস্তু নিয়ে একটি সিনেমা দেখতে চাই না।’
টারান্টিনো মনে করেন, হলিউডে রিমেকের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তিনি মূল গল্পগুলোকেই বেশি পছন্দ করেন।
তিনি ‘শোগান’ দেখেছেন। কিন্তু একই ধরনের গল্প আবার দেখার আগ্রহ নেই। টারান্টিনো বলছেন, নতুন গল্প হলে তিনি দেখতে আগ্রহী হবেন।
অনেকে টারান্টিনোর মতামতের সঙ্গে একমত হলেও, কিছু লোক মনে করেন তিনি ভিলনিউভের ‘ডিউন’ না দেখে একটি বিশেষ কাজ মিস করছেন। এই সিনেমাটি অনেক বড় পরিচালকের প্রশংসা পেয়েছে, যার মধ্যে স্টিভেন স্পিলবার্গও রয়েছেন। স্পিলবার্গ এ ছবিটিকে তার দেখা সেরা সাই-ফাই সিনেমাগুলোর একটি বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ‘ডিউন’ হলো ফ্র্যাঙ্ক হার্বার্টের একটি বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী উপন্যাস। ১৯৬৫ সালে
এটি প্রকাশিত হয়। এটিকে সাই-ফাই ধাঁচের একটি মাইলফলক শিল্প হিসেবে বিবেচনা করা হয়। ডেভিড লিঞ্চ ১৯৮৪ সালে ‘ডিউন’ উপন্যাসকে কেন্দ্র করে একই নামে সিনেমা তৈরি করেন। সেটি খুবই ব্যবসা সফল হয় এবং বিশ্বজুড়ে সমাদর পায়। তবে সেই ছবিতে উপন্যাসের পুরো চিত্রটি প্রকাশ হয়নি বলে মনে করা হয়।
সেই ভাবনা থেকেই ডেনিস ভিলনিউভ ২০২১ সালে ‘ডিউন’ নামে নতুন করে সিনেমা তৈরি করেন। তবে তিনি ছবিটি কয়েক কিস্তিতে বানাতে চলেছেন। যার দ্বিতীয় কিস্তিটি মুক্তি পায় চলতি বছরে। এর আরও একটি কিস্তি আসবে বলে শোনা যাচ্ছে। মোট তিনটি কিস্তিতে শেষ হতে পারে ‘ডিউন’ উপন্যাসের যাত্রা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর