ঢাকা, ২০২৪-১১-২১ | ৬ অগ্রাহায়ণ,  ১৪৩১

টম ক্রুজের অনেক চমক

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫৮, ৪ নভেম্বর ২০২৪  

টম ক্রুজ ১৯৯০ সালের নাসকার সিনেমা ‘ডেজ অফ থান্ডার’-এর একটি সিক্যুয়েল তৈরি করার চিন্তা করছেন। তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ এর সিক্যুয়েল এবং ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের ভবিষ্যত নিয়েও কাজ করছেন।

ক্রুজ পারামাউন্টের সাথে আলোচনা করছেন ‘ডেজ অফ থান্ডার’ পুনরায় তৈরি করার বিষয়ে। মূল সিনেমাটি বক্স অফিসে ৬০ মিলিয়ন ডলার বাজেটের বিপরীতে ১৫৭ মিলিয়ন ডলার আয় করে। তবে ‘টপ গান: ম্যাভেরিক’-এর সাফল্যের পর ক্রুজ বিশ্বাস করেন যে তিনি এই সিনেমার সাথেও সাফল্য অর্জন করতে পারবেন।

এর আগেও অবশ্য সিনেমাটির পুনঃনির্মাণের চিন্তা করা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা বাতিল করা হয়।

সম্প্রতি, ‘ফোর্ড ভি ফেরারি’ এর মতো সিনেমাগুলো রেসিং ছবিগুলোর প্রতি আগ্রহ পুনরায় বাড়িয়েছে, কিন্তু ‘ডেজ অফ থান্ডার’ বিশেষভাবে নাসকারের উপর কেন্দ্রীভূত। পারামাউন্টের একটি সূত্র বলেছে যে সিক্যুয়েলের উন্নয়ন ওই স্ক্রিপ্টটির উপর নির্ভর করবে, যা আগে প্রস্তুত হবে। তারপর ক্রুজ তার প্রকল্পগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

‘ডেজ অফ থান্ডার’ ছাড়াও ক্রুজ অন্যান্য প্রকল্পে ব্যস্ত আছেন। এর মধ্যে অ্যালেজান্দ্রো জি. ইন্যারিতুর সাথে একটি নতুন সিনেমা এবং ডাগ লিমানের সাথে একটি স্পেস মুভি রয়েছে। তিনি ‘মিশন: ইম্পসিবল ৮’ নিয়েও কাজ করছেন, যা দীর্ঘ বিরতির পর ফিরছে।

পারামাউন্ট ‘মিশন: ইম্পসিবল ৮’ কে সিরিজের শেষ সিনেমা হিসেবে মার্কেটিং করার কথা ভাবছে। কিন্তু ক্রুজ তার চরিত্র ইথান হান্টকে বিদায় জানাতে রাজি নন। দর্শক যতদিন চাইেবে তিনি ততদিন এই সিরিজের কাজ করে যেতে চান।

সর্বশেষ
জনপ্রিয়