বাতিল কনসার্ট হবে আর্মি স্টেডিয়ামে, থাকবে নব্বই দশকের চার ব্যান্ড
প্রবাস নিউজ ডেস্কঃ
ভেন্যু জটিলতায় অক্টোবরের ১৮ তারিখ অনুষ্ঠিত হয়নি ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি। সেখানে অংশ নেয়ার কথা ছিল নব্বই দশকের কালজয়ী চারটি ব্যান্ডের। সেগুলো হলো- নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুট। কনসার্টটি বাতিল হয়ে যাওয়ায় যারা মন খারাপ করেছিলেন তাদের জন্য সুখবর নিয়ে এলো এর আয়োজকরা।
‘ব্লু ব্রিক কমিউনিকেশন’ জানিয়েছে, ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ কনসার্টটি রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে।
কনসার্টটি নিয়ে শ্রোতাদর্শকের উত্তেজনার শেষ নেই। অনেকদিন পর নব্বই দশকের সেরা চারটি গানের নগরবাউল জেমস, আর্ক, মাইলস ও দলছুটকে একমঞ্চে দেখার সুযোগ করে দিচ্ছে ব্লু ব্রিক কমিউনিকেশন। বোনাস হিসেবে আয়োজকরা চার ব্যান্ডের সাথে এবার যুক্ত করেছেন ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানকে।
আয়োজকদের পক্ষ থেকে আগেই আশি ভাগ টিকিট বিক্রি হওয়ার খবর জানা যায়। তবে ‘গেট সেট রক’-এর ওয়েব সাইটে ভিজিট করে দর্শক এখনো টিকিট কাটতে পারছেন। সাইটে দুই ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে। ভিআইপি টিকিট ২,৪০০ টাকা ও সাধারণ টিকিট মিলবে ১,৪০০ টাকায়।
গেল মাসে রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় আয়োজিত হওয়ার কথা ছিলো ঢাকা রেট্রো কনসার্টটির। পরে কনসার্টের একদিন আগে হঠাৎ জানানো হয়, ঢাকা অ্যারেনায় নয়, কনসার্ট হবে পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে। কয়েক ঘণ্টার মধ্যে এ সিদ্ধান্ত থেকেও সরে আসেন আয়োজকরা।
অবশেষে ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে কনসার্টটি বিকেল ৫টায় শুরু হবে। দর্শকদের আগমনের জন্য গেট খুলে দেয়া হবে বিকেল ৩টায়। সন্ধ্যা ৭টায় গেট বন্ধ করে দেয়া হবে বলে জানান আয়োজকরা।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর