ইরফান-তটিনীর ‘আনন্দ কুটির’ আসছে জাগো এন্টারটেইনমেন্টে
প্রবাস নিউজ ডেস্কঃ
সময়ের জনপ্রিয় দুই তারকা ইরফান সাজ্জাদ ও তানজিম সাইয়ারা তটিনী। দুজনে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছে। আবারও তারা ফিরছেন জুটি হয়ে। কাজ করেছেন নতুন নাটকে। এর নাম ‘আনন্দ কুটির’।
ট্রিট চকলেট নিবেদিত এ নাটকটি পরিচালনা করেছেন আরমান রহমান প্রত্যয়। যৌথভাবে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন পাপ্পু রাজ ও আরমান রহমান প্রত্যয়।
নির্মাতা জানান, নাটকটি খুব শিগগিরই জাগো এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
তিনি বলেন, ‘গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকে পারিবারিক আবহে এই নাটকটি বানিয়েছি। এতে ভিন্নতা আছে, সংলাপের মজা আছে। আমার বিশ্বাস দর্শক নাটকটি উপভোগ করবেন। বিশেষ করে ইরফান সাজ্জাদ ও তটিনী জুটির অভিনয় মন ভরাবে সবার।’
পরিচালক এ নাটকের গল্প প্রসঙ্গে জানান, দর্শক এখানে একটি সুন্দর পারিবারিক গল্প পাবেন যেখানে মূল চরিত্রগুলোতে রয়েছেন দাদি বাড়ির মধ্যমণি সদ্য বিয়ে হয়ে আসা নাতবউ তৃষা, নাতি ফয়সাল, তার বোন জ্যোতি, বাবা-মা এবং আরো অনেকে।
কথায় আছে সংসার সুখের হয় রমনীর গুণে। তেমনই এক রমনী তৃষা। সে বউ হয়ে হয়ে আসার পর দীর্ঘদিনের শূন্যতা দূর হয়। তার বুদ্ধিতে ফয়সালদের বাড়িতে আবার সবাই আবার এক হয়। বাবার ৬ বছরের চাপা অভিমান ভাঙে। তৃষা শ্বশুর-শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো আগলে রাখে।
নাটকে তৃষা চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিলি বাশার, হিন্দোল রায়, টুনটুনি, জোনাকি জ্যোতি এবং আরো অনেকে।
নাটকটির চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ এবং খান নাঈম, সম্পাদনায় হাবিবুর রহমান হাবিব ও সংগীত ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেছেন সাকির হোসেন রাজ।
ইরফান সাজ্জাদ ও তটিনী নাটকটি দর্শককে উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন। পারিবারিক আমেজের মিষ্টি গল্পের নাটকটি সবাইকে বিনোদনের পাশাপাশি একান্নবর্তী পরিবারের আনন্দ, উদযাপনের প্রতি ভালো লাগা জন্ম দেবেও বলে প্রত্যাশা তাদের।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর