কত আয় করেছে ‘ভুল ভুলাইয়া-৩’
প্রবাস নিউজ ডেস্কঃ
বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছিল। মুক্তির পর তার প্রতিফলন দেখা গেছে বক্স অফিস ও প্রেক্ষাগৃহে। গত ১ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে মুক্তির তিন সপ্তাহ পার করেছে নির্মাতা অনীশ বাজমির এ সিনেমা।
তৃতীয় সপ্তাহ শেষে কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ঘরানার এ সিনেমাটি বক্স অফিসে ২৩ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে। মুক্তির চতুর্থ শুক্রবার (২২ নভেম্বর) সিনেমাটি বক্স অফিসে ১ কোটি ৪০ লাখ রুপি ব্যবসা করেছে। ফলে এটির মোট আয় এখন দাঁড়িয়েছে ২৪১ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৪০ কোটি টাকার বেশি।
এবারের দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। কেউ কেউ বলছেন, সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর ভালো ব্যবসার মুখ দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। গত ১ নভেম্বর মুক্তির পর থেকেই কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-৩’ দর্শকরা লুফে নিয়েছেন। সব শ্রেণির কাছ থেকে সিনেমাটি প্রশংসিত হয়েছে।
‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় ‘রুহবাবা’ অর্থাৎ কার্তিক আরিয়ান আরও একবার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এবার এ হরর কমেডিতে কার্তিকের সঙ্গে নতুন সংযোজন ছিলেন মাধুরী দীক্ষিত। এছাড়া মঞ্জুলিকা অর্থাৎ বিদ্যা বালানও নজর কেড়েছেন। তৃপ্তি দিমরি এবং রাজপাল যাদবের মতো তারকারা এ সিনেমায় তাদের দুর্দান্ত অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন।
এদিকে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অনীশ বাজমি। বলিউড সূত্র বলছে, সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। ‘ভুল ভুলাইয়া-৩’র মতো চতুর্থ পর্বতেও থাকবে ব্যাপক চমক। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান, তেমনি চতুর্থ পর্বেও থাকবেন তিনি। শুধু তাই নয়, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে চাননি নির্মাতারা।১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। হঠাৎ করেই দুই বছর আগে নির্মাতা অনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি!
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর