৫ দিনেই বক্স অফিস কাঁপিয়ে ১০০ কোটির পথে যে সিনেমা
প্রবাস নিউজ ডেস্কঃ
তেলেগু সিনেমার সুপারস্টার ভেঙ্কটেশ আবারও তার নামের রোশনাই দেখালেন। তার নতুন সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করছে। মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৯৩.৭৫ কোটি রুপি। খুব শিগগিরই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক কমেডি ধারার এই ছবিটি পরিচালনা করেছেন অনিল রবিপুরি। এ ছবির বাজেট ছিল ৫০ কোটি টাকা। বর্তমান আয় থেকে দেখা যাচ্ছে, এই সিনেমাটি এরই মধ্যে ৪৩.৭৫ কোটি টাকা লাভ করেছে। যা মোট বাজেটের ৮৭.৫ শতাংশ রিটার্ন অন ইনভেস্টমেন্ট তৈরি করেছে।
১৮ জানুয়ারি ছবিটি ১৭.২৫ কোটি রুপি আয় করেছে। এটি ছিল আগের দিনের ১৬ কোটি রুপির তুলনায় কিছুটা বেশি। সব মিলিয়ে মুক্তির প্রথম পাঁচ দিনে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’ ৮৭.৫ শতাংশ লাভ করে ২০২৪ সালের সফল তেলেগু সিনেমাগুলোর লাভকেও ছাড়িয়ে গেছে।
গেল বছর সবচেয়ে লাভজনক সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে ‘হনুমান’। এটি বাজেটের ২৩৫ শতাংশ লাভ ঘরে তুলেছে। এরপর ১৫১ শতাংশ লাভ করে তালিকায় দ্বিতীয় ‘পুষ্পা ২’ এবং তৃতীয় স্থানে থাকা ‘টিল্লু স্কয়ার’ ছবির আয় বাজেটের ১০৯.৭৫ শতাংশ।
কইমইডটকমের প্রতিবেদন বলছে, প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ছবিটির আয় ছিল প্রথম দিনে ২৩ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ১৬ কোটি রুপি এবং পঞ্চম দিনে ১৭.২৫ কোটি রুপি। মোট ৯৩.৭৫ কোটি রুপি আয় করেছে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’।
ধারণা করা হচ্ছে চলতি বছরে সবচেয়ে সফল তেলেগু সিনেমা হিসেবে শীর্ষ স্থানে থাকবে ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। ভেঙ্কটেশ অভিনীত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজেশ, মীনাক্ষী চৌধুরী, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল