সাইফকে হাসপাতালে নেওয়া অটোচালক পেলেন মোটা অংকের পুরস্কার
প্রবাস নিউজ ডেস্কঃ
১৬ জানুয়ারি রাতের ঘটনা। সময় তখন রাত আনুমানিক আড়াইটে বা ৩টা। মুম্বাইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি।
ওই নারী চিৎকার করে বলছিলেন, ‘রিকশা! রিকশা!’
চিৎকার শুনতে শুনতে ভজন প্রথমে কিছুটা এগিয়ে গেলেও পরে গাড়ি ঘুরিয়ে ওই বহুতলের গেটের সামনে অটো থামান। সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সাইফ আলি খান হিসেবে। সাইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে।
ভজন দেরি না করে যত দ্রুত সম্ভব সাইফকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ভজন সিংহ রানাকে ১১ হাজার রুপি পুরস্কার দিয়েছে একটি সংস্থা।
পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘সেই সময় আমার একমাত্র লক্ষ্য ছিল তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া। তখন তো আমি বুঝতেই পারিনি, আমার অটোতে এত বড় একজন তারকা বসে আছেন। ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কারও জীবন বাঁচানোর চেষ্টা করতে পারা নিজেই একটা পুরস্কারের মতো।'
সাইফ আলি খানকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় ভজনের এই উদ্যোগ এখন প্রশংসিত হচ্ছে সর্বত্র।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল