ঢাকা, ২০২৫-০২-০১ | ১৮ মাঘ,  ১৪৩১

শিল্পকলা একাডেমিতে আজ ‘জুলিয়াস সিজার’

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০১:৫৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপীয়রের ঐতিহাসিক নাটক ‘জুলিয়াস সিজার’ মঞ্চে আনছে নাট্য দল নাট্যতীর্থ। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। নাট্যকার অধ্যাপক আবদুস সেলিম অনূদিত ঐতিহাসিক এই নাটকটির নির্দেশনায় তপন হাফিজ।

রোম সাম্রাজ্যের সেনাপতি ও একনায়ক ছিলেন জুলিয়াস সিজার। ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন এই শাসক। যুদ্ধের মাঠে রণকৌশলের পাশাপাশি সাহিত্যেও ছিলেন তিনি সিদ্ধহস্ত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে রোমকে একনায়কতন্ত্রে রূপ দেন জুলিয়াস সিজার। গাল্লিয়া জয়ের পর প্রথম বারের মতো ব্রিটেন এবং জার্মানিদের আক্রমণের জন্য সেখানে রোমান সৈন্যবাহিনী নিয়ে যায় সিজার। তার যুদ্ধকৌশলে পরাজিত হয় স্পেন, গ্রিস, আফ্রিকা, মিসরের মতো দেশগুলো। নাটকটিতে স্বৈরশাসক জুলিয়াস সিজারের পাশাপাশি তার প্রশাসনিক দক্ষতাকেও তুলে ধরা হয়েছে। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।

শিল্পকলা একাডেমিতে আজ ‘জুলিয়াস সিজার’

নাটকের বিভিন্ন মূখ্য চরিত্রে অভিনয় করেছেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম শান্তা, মাঈন উদ্দিন আলম কোহিনুর, শামসুর রহমান পেরু, মারুফ তমাল, সায়মা আক্তার, মাধবী লতা, ডাঃ জিল্লুর কামাল, বিজন সরকার, রানা, মুন্না, মাসুদ, লালন প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়