ঢাকা, ২০২৫-০২-২২ | ৯ ফাল্গুন,  ১৪৩১

ভিকির ‘ছাবা’ সিনেমা নিয়ে স্বরার তীব্র কটাক্ষ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  

বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এটি দেখে দর্শক অশ্রুসিক্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও দেখা গেছে। এ ভিডিও দেখিই ফুঁসে উঠলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এটি দেখে তিনি ‘এই সমাজটার মৃত্যু হয়েছে’ বলে ভিকির সিনেমাকে তীব্র কটাক্ষ করলেন অভিনেত্রী। পাশাপাশি টেনে আনলেন মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা।

‘ছাবা’ একটি ইতিহাসধর্মী সিনেমা যা মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি মহারাজের জ্যেষ্ঠ পুত্র মারাঠা রাজা সম্ভাজির জীবনের উপর তৈরি। তারই চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। রাশমিকা মান্দানা মহারানি যেশুবাইয়ের ভূমিকায় এবং অক্ষয় খান্না আওরঙ্গজেবের ভূমিকায়। শিবাজি সাওয়ান্তের মরাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমাটিতে মুঘল বাহিনী কীভাবে সম্ভাজির উপর অত্যাচার করেছে, তার বিবরণ তুলে ধরা হয়েছে।

‘ছাবা’ সিনেমায় দাবি করা হয়েছে, সম্ভাজিকে সমস্ত দুর্গ এবং ধনসম্পদ সমর্পণ করতে এবং অবশেষে ইসলাম গ্রহণ করতে বলেন আওরঙ্গজেব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ সিনেমা দেখেই নাকি আবেগতাড়িত হয়ে যাচ্ছেন দর্শকেরা। আর তাতেই ফুঁসে উঠেছেন অভিনেত্রী। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সারা পৃথিবীতে স্বাভাবিক হয়ে উঠছে ঘৃণা ও গোঁড়ামি। সোশ্যাল মিডিয়ায় একেই আবার দেশপ্রেমের নাম দেওয়া হবে। যে সমাজ ৫০০ বছর আগে হিন্দুদের উপর ঘটে যাওয়া ঘটনার আংশিক কাল্পনিক প্রকাশ দেখে বেশি ক্ষুব্ধ। অন্যদিকে পদদলিত ও অব্যবস্থাপনার ফলে যে ভয়াবহ মৃত্যু হয়েছে তাতে নীরব দেখে মনে হচ্ছে এ সমাজের মন ও আত্মার মৃত্যু ঘটেছে।’

২৯ জানুয়ারি মহাকুম্ভে পদদলিত হওয়ার যে ঘটনা ঘটেছে তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের আত্মীয়স্বজনদের জন্য ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন।

কিছুদিন আগে কুম্ভ থেকে ফেরার পথে দিল্লি স্টেশনেও পদপিষ্ট হয়েছে মৃত্যু হয়েছে অনেক মানুষের। সে সব নিয়ে আওয়াজ তুলেছেন অভিনেত্রী। যদিও স্বরার এ টুইট নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা। অভিনেত্রী ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন বলেই নেটিজেনদের একাংশ মনে করছেন।

সর্বশেষ
জনপ্রিয়