ঢাকা, ২০২৫-০৩-০৩ | ১৮ ফাল্গুন,  ১৪৩১

বাংলাদেশে প্রথম প্রযুক্তিনির্ভর সাইবারপাঙ্ক কনসার্টে মঞ্চ মাতালো

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৫০, ২ মার্চ ২০২৫  

বাংলাদেশের সংগীতাঙ্গনে এক নতুন দিগন্তের সূচনা হলো দেশের প্রথম প্রযুক্তিনির্ভর কনসার্টের মাধ্যমে। অত্যাধুনিক লাইটিং, থ্রিডি ভিজ্যুয়াল ও এআই এর সমন্বয়ে ঢাকার একটি জমকালো ভেন্যুতে অনুষ্ঠিত হলো এই ব্যতিক্রমী কনসার্ট। আর এই ঐতিহাসিক মঞ্চে দর্শকদের মোহিত করে দেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন।

বিশ্ববিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জের পরিবেশনায় দেশের প্রথম মিউজিক্যাল অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম গেট সেট রক ও কমিউনিকেশন সংস্থা এ্যাসেনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ কনসার্টটির।

শুরু থেকেই ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সুমন ও অন্যান্য সদস্যদের অসাধারণ পারফরম্যান্সে দর্শকরা মুগ্ধ হওয়ার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার মঞ্চজুড়ে তৈরি হয় এক অভূতপূর্ব দৃষ্টিনন্দন পরিবেশ, যেখানে মিউজিকের সঙ্গে সমন্বিত ডিজিটাল ইফেক্টস নতুন মাত্রা যোগ করে। আর একস্টিক ফরমেটেড আনপ্লাগ সেশনে দর্শকরা মুগ্ধ হয়ে শুনেন অর্থহীনের পারফর্মেন্স।

অর্থহীনের অসম্ভব জনপ্রিয় গান ‘আমার প্রতিচ্ছবি’ দিয়ে কনসার্টের সূচনা হয়। এরপর একে একে তিনটি সেগমেন্টে প্রায় ২০টির মত গান পরিবেশন করে ব্যান্ডটি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ‘কৃষ্ণচূড়া’, ‘অসমাপ্ত’, ‘এপিটাফ’, ‘বিজয়ের গান’, ‘গুটি’, ‘বিদ্রোহী’ প্রমুখ।

এছাড়াও জন ডেনভারের জনপ্রিয় গান ‘এনিস সং’ কাভার করে তারা। কনসার্টের এক আবেগঘন মুহূর্ত ছিলো যখন ব্যান্ডের ভোকাল ও বেজিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) বাংলাদেশের ব্যান্ড সংগীতের গুরু রকসম্রাট আজম খান-এর জন্মবার্ষিকী উপলক্ষে শেষ সেগমেন্টে তাকে উৎসর্গ করে পরিবেশন করেন "অদ্ভুত সেই ছেলেটি"।

কনসার্টের সেই অংশে হাজারো দর্শক নিঃশব্দে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এই কিংবদন্তি গায়ককে।

সুমন বলেন, "আজম খান আমাদের রক্তে মিশে থাকা এক বিপ্লব। তার গান ছিলো প্রতিরোধের ভাষা, ভালোবাসার ভাষা। আমরা আজও তার উত্তরসূরি হয়ে পথ চলছি।"

শ্রোতারা ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর সঙ্গে গলা মিলিয়ে গেয়ে ওঠেন, আর ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে ব্যান্ডের দীর্ঘ সংগীতযাত্রার নানা মুহূর্ত। নতুন প্রযুক্তির সংযোজন কনসার্টের অভিজ্ঞতাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, যা দেশের সংগীত জগতে নতুন দিগন্তের সূচনা করলো।

কনসার্ট-এর আয়োজক গেট সেট রক প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব রহমান সোহান জানান, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও গেম “সাইবারপাংক ২০৭৭” থেকে অনুপ্রাণিত হয়ে ভিন্নধর্মী একক কনসার্টের আয়োজন করা হয়।

ভবিষ্যৎ-বান্ধব জনপ্রিয় এ সাইবার ভিডিও গেমসের থিমের আদলে ভিন্নধর্মী চার ঘণ্টার এই বিশেষ কনসার্টটি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ আলোকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সাইবার ভিডিও গেম থেকে অনুপ্রাণিত হওয়া এ কনসার্টটির শিরোনাম করা হয় “অর্থহীন ২০৭৭: এ সাইবারপাংক অডিসি”।

পৃষ্ঠপোষকতায় ছিল টুয়েলভ ক্লোদিং, ইনফিনিক্স, রিভো, পোলার, নেসক্যাফে, পাঠাও, ক্যাটেরিং পামেরা, হ্যাভি মেটাল টি-শার্ট, আর এক্স এক্সপোজার, দ্যা ম্যাড টিম, হিপ ক্রিয়েটর, কডিক্সেল। আর পিআর পার্টনার হিসেবে ছিল কুল এক্সপোজার কমিউনিকেশন। এ আয়োজনের সকল কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরিকৃত ভিজুয়াল ইফেক্ট তৈরি করেছে ‘ভার্স ইমাজিন’।

আনন্দ চৌধুরী জানান, প্রযুক্তির ব্যাবহারের কারণে কাল্পনিক ভবিষ্যতের চিত্র ফুটিয়ে তোলা সম্ভব হয়েছিল। আর অর্থহীনও তাদের পারফরম্যান্স খুবই ভালো করেছে যার ফলে এক অনুরূপ পরিবেশ তৈরি হয়। গায়ক স্বাভাবিকভাবেই গাইলেও এর ইমোশনগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে একটি বিশেষ পরিবেশ তৈরি করার কারণে দর্শকদের মনে হয়েছে যেন তারা সাইবারপাংক থিমের মধ্যে ঢুকে গেছেন। এর মধ্যে যেমন গ্যারেজ, শহরের অভিনব কারুকাজ রয়েছে এর সবই দেখা যায়, যা সবই এআই দিয়ে করা।

আয়োজকদের মতে, এই কনসার্ট শুধু সংগীত পরিবেশনই নয়, বরং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের সঙ্গে সংগীতের সংযোগ ঘটিয়ে একটি নতুন মাত্রা যোগ করেছে। এর সঙ্গে তারা একে খুবই ব্যবসা সফল কনসার্ট বলেও ঘোষণা দিয়েছে।

৯৯

ব্যান্ডের ম্যানেজার এহ্সানুল হক টিটো এ প্রতিবেদককে জানান, অর্থহীনের বেজবাবাখ্যত জনপ্রিয় কন্ঠশিল্পী সাইদুস সালেহীন খালেদ সুমন কনসার্টে তার জনপ্রিয় গানের পাশাপাশি নতুন অপ্রকাশিত গানও গেয়েছেন। এছাড়াও প্রিমিয়াম দর্শকরা অর্থহীনের সঙ্গে দেখা ও আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। বোনাস হিসেবে ছিল সুমনের অটোগ্রাফ ও ব্যান্ডের সঙ্গে সেলফি তোলার সুযোগ।

তার মতে, এই কনসার্ট লাইভ মিউজিক অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে সক্ষম হয়েছে এবং ‘অর্থহীন’ এই পরিবর্তনের অগ্রভাগে।

উল্লেখ্য, দেশের প্রথম মিউজিক্যাল অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম গেট সেট রক। তারা দেশের বিভিন্ন মিউজিক্যাল ও ইভেন্টের অনলাইনে টিকিট বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রাজিব রহমান সোহান জানান, প্রতিষ্ঠানটি দেশে সফলতা অর্জন করে খুব শীঘ্রই আন্তর্জাতিক পরিষেবাতেও কাজ করবে।

তিনি আরও বলেন, গেট সেট রক এর লক্ষ্য শুধু অনলাইন টিকিট বিক্রিই নয়; বরং দর্শক ও সংগীতপ্রেমীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা কনসার্ট, আর্টিস্ট এবং মিউজিক ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য পাবে।

এছাড়াও, প্ল্যাটফর্মটি ইভেন্ট অর্গানাইজারদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি করছে, যেখানে তারা সহজেই টিকিটিং ব্যবস্থা পরিচালনা করতে পারবে এবং দর্শকদের জন্য একটি উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবে।

অপরদিকে, কমিউনিকেশন সংস্থা এ্যাসেন বিভিন্ন দেশিয় মিউজিক শিল্পকে এগিয়ে নিতে নানা কনসার্টের আয়োজন করে যাচ্ছে। এ বছরও তাদের বেশ কয়েকটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এর ফলে প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি নতুন ব্যান্ড গান পরিবেশন করার সুযোগ পাবে।

অর্থহীনের ফ্রন্টম্যান ও ভোকালিস্ট, সাইদুস সালেহিন খালেদ সুমন (বেজবাবা সুমন) দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে এসেছেন। যদিও তিনি সুস্থ হয়েছেন, তবে তার স্বাস্থ্যের যাত্রা ছিলো বেশ চ্যালেঞ্জিং। নিয়মিত মেডিকেল চেকআপ, গাড়ি দুর্ঘটনায় সৃষ্ট নিয়মিত মেডিকেল চেকআপ, গাড়ি দুর্ঘটনায় সৃষ্ট স্পাইনাল ইনজুরি এবং চোখের সমস্যা তাকে দীর্ঘদিন মঞ্চ থেকে দূরে রেখেছিলো।

তার স্বাস্থ্যগত সমস্যার কারণে অর্থহীন নিয়মিতভাবে কনসার্ট করতে পারেনি। তবে প্রায় এক বছরের বিরতির পর গত বছর তারা ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টের মাধ্যমে আবারও মঞ্চে ফেরেন। এছাড়াও, কনসার্টের পাশাপাশি অর্থহীন বর্তমানে তাদের আসন্ন আ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ নিয়ে কাজ করছে।

সর্বশেষ
জনপ্রিয়