‘খুচরা পাপী’-তে তারা দুজন
প্রবাস নিউজ ডেস্কঃ

জুটি হয়ে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন দুজনে। কখনো গ্রামের প্রান্তিক কোনো দম্পতি কখনো বা শহরের নাগিরক জীবনের মিষ্টি প্রেমযুগলের চরিত্রে তারা দর্শক মাতিয়েছেন। মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি আবারও ফিরলেন জুটি হয়ে। সম্প্রতি তারা শুটিং করেছেন ‘খুচরা পাপী’ নামের নাটকে।
জিয়া উদ্দিন আলমের নির্দেশনায় নাটকের চিত্রনাট্য রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটিতে মোশাররফ করিম মোশাররফ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বলে জানানে পরিচালক আলম।
তিনি বলেন, ‘দীর্ঘ এক যুগ পর আমি মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে নাটক করলাম। আনন্দটাই হচ্ছে অন্যরকম। আগামী ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে। আশা করছি ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে আমাদের ‘খুচরা পাপী’।’
এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। সে আগের চেয়ে অনকে গুছানো ও পরিচ্ছন্ন নির্মাতা এখন। ভালো গল্প বাছাই করেছে। আমার মনে হয় এই নাটকটি ঈদে দর্শককে আনন্দ দেবে।’
‘খুচরা পাপী’ নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। চিত্রগহনে ছিলেন শরীফ রানা, সম্পাদনায় টিডি দীপক।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল