ক্যামব্রিজে প্রদর্শিত হবে দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা
প্রবাস নিউজ ডেস্কঃ

বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’ এবার প্রদর্শিত হবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজ ক্যামব্রিজ স্থানীয় সময় বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
ডিয়ার মাদার’ সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।এর আগে এটি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রদর্শিত হয়েছে।
ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যারা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।
সিনেমাটির পরিচালক এসকে শুভ সাদিক জানিয়েছেন, এর নৃতাত্ত্বিক ও শৈল্পিক গুরুত্ব বিবেচনা করে আমস্টারডামের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল সায়েন্স এটি সংরক্ষণ করেছে, যাতে এটি ভবিষ্যতে গবেষক ও সিনেমাপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে ওঠে। যারা আদিবাসী সংস্কৃতি, সিনেমার মাধ্যমে প্রতিরোধ এবং বিকল্প গল্প বলার কৌশল নিয়ে গবেষণা করছেন, তাদের জন্য এটি এক অবিস্মরণীয় সম্পদ হিসাবে বিবেচিত হবে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল