নিজের সিনেমা মুক্তির তারিখ জানালেন ডেভিড ওয়ার্নার
প্রবাস নিউজ ডেস্কঃ

অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা ছেড়েছেন এক বছরও হয়নি। জাতীয় দলে খেলা ছাড়লেও নিয়মিত খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তবে এবার ক্রিকেটের বাইরে বড় চমক নিয়ে আসছেন ডেভিড ওয়ার্নার। প্রথমবারের মতো তাকে দেখা যাবে সিনেমার পর্দায়। এবার নিজের সিনেমার নাম ও মুক্তির তারিখ জানালেন তিনি।
ডেভিড ওয়ার্নারের সিনেমা মুক্তি পাবে এ মাসেই।
ডেভিড ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার পোস্টার পোস্ট করে মুক্তির তারিখ জানালেন।
ওয়ার্নার লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি। বিশ্বব্যাপী মুক্তি পাবে ২৮ মার্চ।’
তেলেগু ভাষায় নির্মিত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রবিনহুড’। ওয়ার্নার অবশ্য ছোট একটি ভূমিকায় অভিনয় করেছেন। নায়ক ও নায়িকা হিসেবে আছেন নীতিন ও শ্রীলীলা। সিনেমাটি প্রযোজনা করেছেন রবি শঙ্কর ও পরিচালনায় ছিলেন ভেঙ্কি কুদুমুলার।
ভারতীয় সিনেমায় অবশ্য বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন ওয়ার্নার। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়ার্নার যে চরিত্রে অভিনয় করছেন, সেই কাজের জন্য প্রতিদিন ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
গত বছর সেপ্টেম্বর মাসেই ওয়ার্নারের তেলেগু সিনেমায় নামার খবর প্রকাশ্যে আসে। মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা যায় তাকে।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল