এক পর্দায় শাকিব খান ও শরীফুল রাজ
প্রবাস নিউজ ডেস্কঃ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই ভক্তদের জন্য উৎসব। ঈদের উৎসবে তিনি সিনেমা নিয়ে হাজির হয়ে আনন্দের মাত্রা বাড়িয়ে দেন। আসছে রোজার ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা।
ঈদে টিভিতেও হাজির হবেন নায়ক বেশ কিছু সিনেমায়। তার নতুন পুরোনো সিনেমা দেখা যাবে দীপ্ত টিভির পর্দায়। একই চ্যানেলে প্রচার হবে আরেক নায়ক শরীফুল রাজের সিনেমাও।
দীপ্ত টিভি জানায়, ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালিত ‘তুফান’। এটি হতে যাচ্ছে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। বেশ মোটা অংকে সিনেমাটির টিভি স্বত্ব কিনেছে দীপ্ত টিভি। ‘তুফান’ সিনেমায় শাকিব ছাড়াও অভিনয় করছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।
তবে তার আগে ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমাটি। এই ছবিতেই অভিনয় করছেন রাজ। তার বিপরীতে আছেন কলকাতার দর্শনা বণিক। ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে দীপ্ত।
আর ঈদের প্রথম দিন সকাল ৯টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বাংলা সিনেমা ‘মেঘনা কন্যা’। এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
এছাড়া থাকছে ঈদের দিন দুপুর ১টায় থাকছে বাংলা সিনেমা ‘শিকারী’, ৩য় দিন সকাল ৯টায় ‘তালাশ’, দুপুর ১টায় ‘নোলক’, ৪র্থ দিন সকাল ৯টায় ‘অন্তর্জাল’, দুপুর ১টায় ‘নবাব’, ৫ম দিন সকাল ৯টায় ‘প্রহেলিকা’, দুপুর ১টায় ‘বীর’, ৬ষ্ঠ দিন সকাল ৯টায় ‘মুখোশ’, দুপুর ১টায় ‘মন যেখানে হৃদয় সেখানে’।
ঈদের ৭ম দিন সকাল ৯টায় প্রচার হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। পরিচালনায় সঞ্জয় সমাদ্দার, অভিনয় করেছেন তানজিন তিশা, আবু হুরায়রা তানভীরসহ অনেকে। এদিন দুপুর ১টায় দেখানো হবে বাংলা সিনেমা ‘ভালবাসলেই ঘর বাঁধা যায় না’। শাকিব খান, অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু।
- এক জীবনে খুব বেশি চাইনি, মানুষের ভালোবাসা পেয়েছি: রাইসুল ইসলাম
- বাংলাদেশে একইদিনে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’
- ইলিয়াস কাঞ্চনের অর্জনে আমি বেশি খুশি: ডলি জহুর
- ১২ গান নিয়ে নওশীন মনযূর-এ-খুদা
- ৪০০ কোটি টাকায় বাড়ি বিক্রি করলেন ব্র্যাড পিট
- শাকিব খান একজন পাওয়ারফুল আর্টিস্ট: মিশা সওদাগর
- দীর্ঘ ট্রাফিক জ্যাম, সঙ্গে গরম—মেট্রো ধরলেন হৃতিক
- বাংলা একাডেমির সাম্মানিক ফেলোশিপ পাচ্ছেন তানভীর মোকাম্মেল
- রাজের ৩ সিনেমার পোস্টার দেখে কী যে আনন্দ হয়েছিল: পরীমনি
- ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া ও তাঁর স্বামীর নামে পুল