ঢাকা, ২০২৪-১১-২৮ | ১৪ অগ্রাহায়ণ,  ১৪৩১

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:৩৩, ৯ অক্টোবর ২০২৪  

ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।


সুসান ভাইজ বলেন, বাংলাদেশের সঙ্গে এআই নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহী ইউনেস্কো। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা কার্যক্রম (এআই র্যাম) প্রকল্প চলমান রাখতে হবে। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে কতটুকু সক্ষম তা যাচাই করা হয়।

 

এসময় সংস্থাটির তথ্য ও যোগাযোগ কর্মকর্তা নূরে জান্নাত প্রমা বলেন, মিডিয়া সংস্কার, বাংলাদেশে নারী সাংবাদিকের সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি বিষয়ে ইউনেস্কো বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

 

 

 

 

 

যোগাযোগ বিভাগের প্রধান নুসরাত আমিন বলেন, সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়ার বিভিন্ন তথ্যের উৎসের নির্ভরযোগ্যতা নিয়ে ইউনেস্কো বিভিন্ন দেশে কাজ করছে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী সংস্থাটি।

 

আর উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কৃত্তিম বুদ্ধিমত্তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগের সাথে তাল মিলাতে তা অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা কার্যক্রম প্রকল্পের কাজ চলমান রাখার পাশাপাশি এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিভাগ সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য ন্যাশনাল স্টিয়ারিং কমিটি  পর্যালোচনা করা হবে।

 

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর নীতি বিশ্লেষক আফজাল হোসেন সরোয়ার, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মামুনুর রশিদ ভূঁইয়া, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শিলা তাসনিম হক প্রমুখ।

 

নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরীকে হত্যার দাবি ইসরাইলের

সর্বশেষ
জনপ্রিয়