ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাটারকেও স্পিনার ধরছেন গিলেস্পি!

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৩:১৭, ১৬ আগস্ট ২০২৪  

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে পাকিস্তান মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছে। বাংলাদেশকে কি তবে শুধুই পেস দিয়ে ঘায়েল করতে চায় স্বাগতিকরা? পাকিস্তানের নতুন টেস্ট কোচ জেসন গিলেস্পি অবশ্য নিজের দলে দুইজন স্পিনার দেখছেন।

২১ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। রাওয়ালপিন্ডিতে গতিময় উইকেটে পাকিস্তান খেলাতে পারে চার পেসার। সেক্ষেত্রে একাদশে বিশেষজ্ঞ স্পিনার না দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এমনিতে পাকিস্তান তাদের দলে রেখেছে কেবল একজন বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদকে। স্পিন করতে পারেন আঘা সালমান, সাইম আইয়ুব আর সৌদ শাকিলও। তবে তাদের ধরা হয় পার্টটাইম স্পিনার।

কিন্তু গিলেস্পির দাবি, তার দলে দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। আঘা সালমানকেও স্পিনার হিসেবেই বিবেচনা করছেন পাকিস্তানের টেস্ট দলের হেড কোচ।

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বলেন, ‘আপনি যেটা ইচ্ছা ঘাঁটতে পারেন। তবে শুরুতেই বলি, আমাদের দুজন বিশেষজ্ঞ স্পিনার আছে। সালমান আলী আঘা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যথেষ্ট ভালো। আমরা যতটুকু দেখেছি, অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে। আর আবরার (আহমেদ) অবশ্যই বেশ ভালো তরুণ একজন বোলার, যে ক্যারিয়ারের শুরুর পর্যায়ে আছে।’

৩০ বছর বয়সী সালমান ব্যাটিংয়ের সঙ্গে টুকটাক অফস্পিন বোলিং করেন। ১২ টেস্টের ক্যারিয়ারে তিনি নিয়েছেন ১২ উইকেট। উইকেটপ্রতি তার রান খরচ ৫৩-এর ওপরে। তাকেই কিনা বিশেষজ্ঞ স্পিনার ধরছেন পাকিস্তানের হেড কোচ!

সর্বশেষ
জনপ্রিয়