লেবানন থেকে সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার: পররাষ
প্রবাস নিউজ ডেস্কঃ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের ফেরাতে পর্যাপ্ত বিমানের সংকট রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, সমুদ্রপথে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল, সেটা কেটে গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবাননে এক লাখের মতো প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সেখান থেকে ফিরতে ১৮০০ জনের মতো নিবন্ধন করেছেন। ২০/২২ অক্টোবর থেকে ৫০-৫২ জনের মতো করে ফেরত আনা হবে।
তিনি বলেন, বিমান সংকটের কারণে আকাশ পথ ছাড়াও সমুদ্রপথে লেবানন থেকে বাংলাদেশিদের ফেরানোর কথা ভাবছে সরকার।
তিনি বলেন, তৃতীয় দেশের ভিসার জন্যও দিল্লি যাওয়া প্রয়োজন হয়। তবে ভিন্ন পথে তৃতীয় দেশের ভিসা প্রাপ্তির ব্যবস্থা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোমানিয়ার ভিসা ভিয়েতনাম থেকে নেয়া যাবে। পাকিস্তান থেকেও কিছু দেশ ভিসা নিতে বলেছে, তবে পাকিস্তান যাওয়াও কঠিন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে তৌহিদ হোসেন বলেন, বিগত সরকারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রয়োজনীয় টানাপোড়েন ছিল, সেটা কেটে গেছে।
এসময় কূটনীতিকদের বিষয়ে তিনি বলেন, শুধুমাত্র বিগত সরকারের সঙ্গে কাজ করার জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যুক্তিযুক্ত না। নিয়মনীতির বাইরে গিয়ে কোনো কূটনীতিক কাজ করে থাকলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- এশিয়া কাপ ও এশিয়াড ক্রিকেটের প্রস্তুতি
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- প্রথমে লিটন, পরে সাকিব—যেভাবে বাংলাদেশের স্মরণীয় জয়