ঢাকা, ২০২৪-১১-৩০ | ১৫ অগ্রাহায়ণ,  ১৪৩১

সাকিবকে রেখেই পাকিস্তান সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৪০, ১২ আগস্ট ২০২৪  

নানা আলোচনা-সমালোচনার মাঝেও সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞরা। তাসকিন-শরিফুলসহ স্কোয়াডে সুযোগ পেয়েছেন পাঁচ পেসার।

দল ঘোষণার আগে সংশয় তৈরি হয়েছিল সাকিবের থাকা নিয়ে।

 

আগামী ২১ ও ৩০ আগস্ট পাকিস্তানের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে রোববার (১১ আগস্ট) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

 

দল ঘোষণার আগে সংশয় তৈরি হয়েছিল সাকিবের থাকা নিয়ে। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন না দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তার ওপর তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের নির্বাচিত সংসদ সদস্য। যদিও সরকার পতনের পর তার সংসদ সদস্য (এমপি) পদ বাতিল হয়ে যায়। জাতীয় দল থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কারের দাবিও উঠেছিল।

 

তবে সেসব সমালোচনা পেছনে ঠেলে অভিজ্ঞতার বিচারে সাকিবকে দলে নিয়েছেন নির্বাচকরা। গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নেয়ায় এতদিন কানাডায় ছিলেন তিনি। আসর থেকে এরমধ্যে বাদ পড়েছে তার দল বাংলা টাইগার্স। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দলে আছেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও ‍মুমিনুল হক।

 

দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘এ সংস্করণের (টেস্ট) সেরা খেলোয়াড়দের বেছে নেয়ার ওপর জোর দেয়া হয়েছে। এটা ভারসাম্যপূর্ণ দল। মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং সাকিব আল হাসানরা ২১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার বিচারে তাদের বিকল্প কেউ নেই।’

 

এদিকে পেসার তাসকিন আহমেদ গত বছরের জুন থেকে টেস্ট দলে নেই। তাকে দলে নেয়া হয়েছে শুধু দ্বিতীয় টেস্টের জন্য। তার আগে পাকিস্তান এ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে নিজেকে প্রস্তুত করবেন এ পেসার। তাসকিনসহ পাকিস্তান সফরের দলে সুযোগ পেয়েছেন ৫ পেসার।

 

গাজী আশরাফ বলেন, ‘তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন। বিষয়টি বিবেচনায় রেখে আমরা পাঁচ পেসারকে দলে নিয়েছি। আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যতা রাখা হয়েছে। যারা গতি ও সুইং বজায় রেখে বল করতে পারে। আমি বিশ্বমানের ব্যাটসম্যানদের বিপক্ষে তাদের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।’

 

সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ দল। 

 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

সর্বশেষ
জনপ্রিয়