নিউইয়র্কে বর্ষবরণ লায়লা হাসানের নেতৃত্বে, গাইবেন রেজওয়ানা ও কমলিন
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণের আয়োজন চলছে। এই বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আহ্বায়ক করা হয়েছে একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী লায়লা হাসানকে।
এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই আয়োজনে গান গাইতে বাংলাদেশ থেকে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা । কলকাতা থেকে আসবেন কমলিনী মুখোপাধ্যায়।
রেজওয়ানা চৌধুরী বন্যা
উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক ব্যক্তির সামনে লায়লা হাসানের নাম ঘোষণা করা হয়। জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে গত রোববার শতকণ্ঠে বর্ষবরণের চতুর্থ মহড়ায় সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন আহ্বায়ক পদে লায়লা হাসানের নাম ঘোষণা করেন। হিমাঙ্কের নিচের তাপমাত্রাতেও এই মহড়ায় শতাধিক শিল্পী অংশ নেন। তাঁরা ১০টি গানের মহড়া দিয়েছেন।
এ সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন লেখক ও চিকিৎসক হুমায়ুন কবির ও সংগীত পরিচালক মহিতোষ তালকদার তাপস।
কমলিনী মুখোপাধ্যায়
প্রধান অতিথির বক্তব্যে সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস বলেন, ‘আমি তন্ময় হয়ে চার ঘণ্টার মহড়া উপভোগ করেছি। আমি মুগ্ধ ও অভিভূত। আমাদের শত বিভাজনের মধ্যে এক হওয়ার মূলমন্ত্র বাঙালিয়ানা। সংস্কৃতি আমাদের একত্রিত করে। বিশাল ও মহৎ এই আয়োজন সফল করতে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।’
লায়লা হাসান বলেন, ‘উপমহাদেশের খ্যাতনামা সংগীতজ্ঞ মুত্তালেব বিশ্বাসের উপস্থিতিতে মহড়ায় অংশগ্রহণকারী শতাধিক ব্যক্তি মিলে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তাতে আমি অশেষ সম্মানিত বোধ করছি। আহ্বায়ক হিসেবে আমি আন্তরিকভাবে কাজ করব। সবার সহযোগিতা নিয়ে ঐতিহাসিক এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে চাই। উত্তর আমেরিকার সব অভিবাসীদের আমন্ত্রণ জানাই আগামী ১৪ ও ১৫ এপ্রিলের এই উৎসবে অংশগ্রহণ করার জন্য।’
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা
লেখক হুমায়ুন কবির বলেন, ‘আমাদের প্রথম ও শেষ কথা আমরা বাঙালি। বিশ্বব্যাপী আমাদের এই বাঙালিয়ানা প্রকাশ করার সুযোগ পাওয়া যায় এমন বৃহৎ আয়োজনে।
বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা
নানা প্রভাবে আমরা মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছি। সংস্কৃতি আমাদের মানবিক করে তোলে। এই আয়োজন শতকণ্ঠে হলেও এখানে যুক্ত হয়ে যাবে কোটি কণ্ঠ এই প্রত্যাশা করি।’
- GOVERNOR HOCHUL SIGNS LEGISLATION TO
PROTECT LOW-INCOME NEW YORKERS FROM FRAUD - ব্রঙ্কসে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত
- কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়
- জাতিসংঘ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
- ম্যানহাটনে তিন নারী ছুরিকাহত
- ফিলিস্তিনে ইসরাইলের দখলদারিত্বের অবসান চায় বাংলাদেশ
- নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- জাতিসংঘে স্থায়ী মিশনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
নারী জাগরণ ও ক্ষমতায়নের অগ্রদূত শেখ হাসিনা - বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ইমিগ্রেশনে উত্তম সেবার সংকল্পে জ্যাকসন হাইটসে অ্যাটর্নি রুমা